পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হার্টল্যান্ড ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন 'এক যে ছিল রাজা'-র

ইন্ডিয়ানাপলিসের হার্টল্যান্ড ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন হল 'এক যে ছিল রাজা'-র । এর আগে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে ।

এক যে ছিল রাজা

By

Published : Sep 17, 2019, 10:39 AM IST

কলকাতা : সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা' জাতীয় পুরস্কার জিতে নেওয়ার পর এবার পাড়ি দিল ইন্ডিয়ানাপলিসে । সেখানে 28 তম হার্টল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন হয়েছে ছবিটির ।

16 টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 7 তম অফিসিয়াল নির্বাচন হল 'এক যে ছিল রাজা'-র । এর আগে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে পুরে নিয়েছে ছবিটি ।

একটি ভালো বিষয়, দুর্দান্ত সিনেম্যাটিক গতি ও অসাধারণ অভিনয় দিয়ে 'এক যে ছিল রাজা' তৈরি করেছেন পরিচালক । ছবির বিষয়বস্তু ও অভিনয়ের বিশেষভাবে উল্লেখ প্রয়োজন ।

এছাড়াও, ব্রিটিশ ঔপনিবেশিক সময়কে সুন্দরভাবে ছবিতে তুলে ধরা হয়েছে । ইন্দ্রদীপ দাশগুপ্তর অসাধারণ সংগীত অভিনয়কে আরও শক্তিশালী করে তুলেছে । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ । ছবিটি 2018 সালে মুক্তি পেয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details