পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আহা রে'-এর সিকুয়েল ? খাবার নয় রাজনৈতিক রং থাকবে ছবিতে

দর্শকের মন ছুঁয়ে গেছে পরিচালক রঞ্জন ঘোষের ছবি 'আহা রে'। ছবির মুখ্যচরিত্র এবং প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক করেছেন আহা রে টু তৈরি করবেন। তবে এটা একেবারেই প্রাথমিক ভাবনা।

By

Published : May 9, 2019, 3:19 PM IST

ছবির দৃশ্য

কলকাতা : সম্প্রতি হয়ে গেল 'আহা রে' ছবির ৭৫ দিনের উদযাপন। রোম ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রশংসিত হয়েছে। হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভালেও যাচ্ছে। রোমের মানুষ এই প্রেমকাহিনির সঙ্গে একাত্ম হতে পেড়েছেন, ETV Bharatকে জানিয়েছেন ঋতুপর্ণা।

তবে ছবির সাফল্যের পর শোনা যাচ্ছে, সিকুয়েল তৈরি করার জন্য দর্শকমহল থেকে অনুরোধ আসছে নির্মাতাদের কাছে। ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল' এবং রঞ্জন ভাবছেন ছবিটির একটি সিকুয়েল তৈরি করবেন। ETV Bharat'এর সঙ্গে ফোনে সে কথাই শেয়ার করলেন পরিচালক রঞ্জন ঘোষ।

রঞ্জন বলেন, "আমরা ভাবছি আহা রে-র একটা সিক্যুয়াল তৈরি করব। ছবির সব ক'টি কাস্টই সিকুয়েলে থাকবে বলে প্রাথমিক ভাবনা। এই ছবি ঋতুপর্ণা, আরিফিন এবং পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া কখনওই সম্পূর্ণ হবে না। আপনাদের জানাই, ছবিটি কিন্তু হতে পারে পলিটিক্যাল। রাজনৈতিক। আহা রে একেবারেই ব্যক্তিগত অনুভূতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ছবির মুখ্য চরিত্র বাংলাদেশের বাসিন্দা রাজা (আরিফিন শুভ) এবং বসুন্ধরার (ঋতুপর্ণা সেনগুপ্ত) পরবর্তী জীবন দেখানো হতে পারে সিকুয়েলে। কেমন হবে তাদের আগামী জীবন?"

রঞ্জন যোগ করলেন, "প্রশ্ন উঠছে ভারতে মুসলমান ছেলেটিকে কি থাকতে দেবে? কারণ, এখন ধীরে ধীরে সব কিছুই NRC হয়ে যাচ্ছে। আজ থেকে পাঁচ বছর পরে পুরোপুরি যদি NRC হয়ে যায়, তাকে কি অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। মেয়েটিরই বা কি হবে? আহারে ছিল একটা পার্সোনাল স্টোরি। নিছকই ব্যক্তিগত গল্প। কিন্তু, আহা রে টু হয়ে যেতে পারে একটা রাজনৈতিক গল্প। ওই যে একটা কথা আছে না, পার্সোনাল ইজ পলিটিকাল। আমাদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলির মধ্যে এমনভাবে পলিটিক্স ঢুকে পড়েছে, বলা যেতে পারে পলিটিক্স আমাদের জড়িয়ে ফেলেছে। হতেই পারে আহা রে টু একটি সম্পূর্ণরূপে পলিটিক্যাল ছবি। মানে বলতে চাইছি, পার্সোনাল পর্যায় থাকতে পারল না ছবিটা গল্পটা।"

ABOUT THE AUTHOR

...view details