পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দাম্পত্যে সুখ নেই, জায়গা করে নিল পরকীয়া - আবির চ্যাটার্জির খবর

মুক্তি পেল 'ডিকশনারি'-র ট্রেলার । স্বামী-স্ত্রীর চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও নুসরত জাহান । আপাতদৃষ্টিতে সুখী দাম্পত্যের আড়ালে জায়গা করে নিল পরকীয়া । কারণটা কী ?

nusrat jahan in dictioanry
nusrat jahan in dictioanry

By

Published : Jan 28, 2021, 3:33 PM IST

Updated : Jan 28, 2021, 4:04 PM IST

কলকাতা : একটা দাম্পত্য ঠিক কী কী কারণে সফল হয় ? শুধুই কি মাথার উপরে একটা ছাদ ? টাকাপয়সা ? সৌন্দর্য্য ? নাকি আরও অন্যকিছু ? স্ত্রী স্মিতাকে কখনও সুখী করতে না পারার কারণ খুঁজে বেড়াচ্ছেন অশোক সান্যাল ।

মুক্তি পেল 'ডিকশনারি'-র ট্রেলার । অশোকের চরিত্রে আবির আর স্মিতার চরিত্রে নুসরত নজর কাড়া । তবে এই ছবিতে তাদের প্রেম নেই, বরং শীতল দাম্পত্যের জ্বরে কাঁপছে দু'জন ।

আর সেই ফাঁকেই স্মিতার জীবনে আসে পরকীয়ার উষ্ণতা । আরও শীতল হয় অশোকের সঙ্গে তার সম্পর্ক । কিন্তু, ব্য়াপারটা একটু গড়াতেই ধাক্কা, স্মিতার প্রেমিক বিয়ের পিঁড়িতে । এবার কোন দিকে ঘুরবে দাম্পত্যের চাকা ?

স্বামী না প্রভু ?

আরও পড়ুন :'টুম্পা' গানে জমিয়ে নাচ স্বস্তিকার

সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে আসছে 'ডিকশনারি' । ব্রাত্য বসু পরিচালিত এই ছবি তৈরি হয়েছে বুদ্ধদেব গুহর দু’টি ছোটো গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনে । কলকাতা, বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে এই ছবির শুটিং হয়েছে ।

দেখে নিন ট্রেলার...

Last Updated : Jan 28, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details