কলকাতা, 10 মার্চ : পিঠে রুকস্যাক আর চোখে দূরবীন ৷ গন্তব্য কোথায় জানে না কেউ ৷ দেবও তাঁর পোস্টে লিখেছেন 'কামিং সুন' ৷ আর সেই পোস্ট নিয়েই এখন বিভিন্ন মহলে সরগরম ৷
পোস্টের মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিতে চাইছেন 'শঙ্কর'? ইতিমধ্যেই কমেন্ট সেকশনে উঠেছে প্রশ্নের ঝড় ৷ অনেকেই অভিনেতাকে প্রশ্ন করেছেন এটি কি তাঁর নতুন ছবির পোস্টার?