কলকাতা : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে সীমান্ত সফরে ছিলেন দেব। সেই সফরে সীমান্তরক্ষীদের সঙ্গে একাধিক মিটিং হয়েছে। পাশাপাশি, সাহসী জওয়ানদের সঙ্গে সময় কাটাতে পেরে অনুপ্রাণিত দেব। এর আগেও অভিনেতা শেয়ার করেছেন সীমান্তে তাঁর অভিজ্ঞতার ভিডিয়ো। সম্প্রতি এল আরও এক ভিডিয়ো।
সীমান্ত বা কাঁটাতারের বেড়াজাল এক লহমায় ভুলে যাওয়া যায়, যখন মানুষগুলোর সঙ্গে সামনাসামনি কথা বলা যায়, লিখেছেন দেব। সঙ্গে এটাও লিখেছেন যে, "যখন তাদের জাতীয় সঙ্গীত বাজল আমিও গাইলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।"