পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার গুপী বাঘার চরিত্রে দেব-রাহুল - deb

উপেন্দ্রকিশোর রায়চৌধুরির গল্প গুপী-বাঘাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় । তা ছাড়াও অনেকেই কাজ করেছেন তাদের নিয়ে । ফের তাদের বড় পরদায় ফিরিয়ে আনছেন রঙ্গন ।

fg
gf

By

Published : Jan 2, 2020, 5:37 PM IST

Updated : Jan 2, 2020, 10:42 PM IST

কলকাতা : অনেকদিন আগে থেকেই কথা হচ্ছিল দেব এবং রাহুল অভিনয় করবেন গুপি ও বাঘার চরিত্রে । তারপর আর এই প্রোজেক্ট নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি । এবার ফের এই প্রোজেক্ট নিয়ে ফের ভাবনাচিন্তা শুরু করেছেন পরিচালক রঙ্গন চক্রবর্তী । ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরির গল্প গুপী-বাঘাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় । বর্তমানেও বেশকিছু পরিচালক কাজ করেছেন তাদের নিয়ে । এবার ফের তাদের বড় পরদায় ফিরিয়ে আনছেন রঙ্গন । মুখ্য চরিত্রে দেব ও রাহুল বন্দ্যোপাধ্যায় । রয়েছেন দু'জন অভিনেত্রীও ।

রঙ্গন বলেন, "অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছিল । তারপর কিছুদিন বন্ধ ছিল ছবি নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ । আবার ছবিটি তৈরি করার কথা ভাবা হচ্ছে ।"

ছবির গল্প সম্পর্কে রঙ্গন বলেন, "এখানে গুপী গান গায় এবং বাঘা ড্রাম বাজায় । একজনের বাড়ি শহরে, আরেকজনের গ্রামে । দু'জনকেই তাড়িয়ে দেওয়া হয় নিজ নিজ জায়গা থেকে । তারপর ওদের সঙ্গে আলাপ হয় মহীনের । কে এই মহীন ? সে বর দেয় গুপী-বাঘকে । এটা মহীনের ঘোড়াগুলির রেফারেন্স । হাফগানিস্থান বলে একটা জায়গার উল্লেখ আছে । সেখানে অর্ধেক গান গাওয়ার পরই মানুষকে গুলি করে মেরে দেওয়া হয় । গুপী বাঘার সেখানকার লড়াই দেখানো হবে ছবিতে ।"

তবে কোন দুই অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে তা এখনও জানা যায়নি । এমনকী, মহীনের চরিত্রে কে অভিনয় করবেন তাও এখনও ঠিক হয়নি

Last Updated : Jan 2, 2020, 10:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details