মুম্বই, 23 জুন :বিনোদন হোক, করোনা হোক, রাজনীতি হোক - প্রায় সব বিষয়ে মন্তব্য করাটা এক রকম অভ্যেসে পরিণত করে ফেলেছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ আর তাঁর নানা মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক ৷ আবারও সেই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে বলিউডের মণিকর্ণিকা ৷ এ বার তাঁর দাবি, ইন্ডিয়ার (India) বদলে দেশের নাম ভারত (Bharat) করা উচিত ৷ ইন্ডিয়া নামটা ক্রীতদাসের নাম বলেও মত কঙ্গনার ৷
বারবার বিতর্কিত মন্তব্য়ের জন্য কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ৷ তবে তাতে অবশ্য 'পাঙ্গা' নেওয়া ছাড়েননি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷ এ বার তিনি কু অ্যাকাউন্টে মুখ খুললেন ৷ সেখানে তিনি বলেছেন, দেশ যতদিন পশ্চিমি সভ্যতার ছায়া হয়ে থাকবে, ততদিন দেশের উন্নতি সম্ভব নয় ৷
আরও পড়ুন :বুদ্ধের বাণীতে শান্তি খুঁজতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত
কঙ্গনা লিখেছেন, "ভারত যদি তার প্রাচীন আধ্যাত্মিকতা ও জ্ঞানের উপর বেশি নজর দেয়, তবেই উপরে উঠতে পারবে ৷ আমাদের মহান সভ্যতার আত্মা সেটাই ৷ সস্তা পশ্চিমি সভ্য়তার অনুকরণ করে নয়, বেদ, গীতা ও যোগের গভীর শিকড় বজায় রেখে উচ্চ নগরোন্নয়ন করতে পারলে আমরা বিশ্ব নেতা হিসেবে নিজেদের তুলে ধরতে পারব এবং বিশ্ব আমাদের চেয়ে চেয়ে দেখবে ৷ অনুগ্রহ করে আমরা কি ক্রীতদাসের নাম ইন্ডিয়াকে বদলে ভারত নামে ফিরে আসতে পারি ?" নিজের কু পোস্টটির স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন বলিউডের 'কুইন'৷