পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kangana Ranaut: ক্রীতদাসের নাম ইন্ডিয়া পাল্টে ফিরিয়ে আনা হোক ভারত, দাবি কঙ্গনার - বিনোদনের খবর

এ বার দেশের নাম বদলের পক্ষে জোরালো সওয়াল করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ তাঁর দাবি, ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া, ক্রীতদাসের নাম ৷ ইন্ডিয়া (India) বদলে ভারত (Bharat) নামটা ফিরিয়ে আনা হোক ৷ তবেই দেশের উন্নতি সম্ভব ৷

country will never progress, Change this slave name India back to Bharat : Kangana Ranaut
ক্রীতদাসের নাম ইন্ডিয়া পাল্টে ফিরিয়ে আনা হোক ভারত, দাবি কঙ্গনার

By

Published : Jun 23, 2021, 4:01 PM IST

মুম্বই, 23 জুন :বিনোদন হোক, করোনা হোক, রাজনীতি হোক - প্রায় সব বিষয়ে মন্তব্য করাটা এক রকম অভ্যেসে পরিণত করে ফেলেছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ আর তাঁর নানা মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক ৷ আবারও সেই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে বলিউডের মণিকর্ণিকা ৷ এ বার তাঁর দাবি, ইন্ডিয়ার (India) বদলে দেশের নাম ভারত (Bharat) করা উচিত ৷ ইন্ডিয়া নামটা ক্রীতদাসের নাম বলেও মত কঙ্গনার ৷

বারবার বিতর্কিত মন্তব্য়ের জন্য কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ৷ তবে তাতে অবশ্য 'পাঙ্গা' নেওয়া ছাড়েননি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷ এ বার তিনি কু অ্যাকাউন্টে মুখ খুললেন ৷ সেখানে তিনি বলেছেন, দেশ যতদিন পশ্চিমি সভ্যতার ছায়া হয়ে থাকবে, ততদিন দেশের উন্নতি সম্ভব নয় ৷

আরও পড়ুন :বুদ্ধের বাণীতে শান্তি খুঁজতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত

কঙ্গনা লিখেছেন, "ভারত যদি তার প্রাচীন আধ্যাত্মিকতা ও জ্ঞানের উপর বেশি নজর দেয়, তবেই উপরে উঠতে পারবে ৷ আমাদের মহান সভ্যতার আত্মা সেটাই ৷ সস্তা পশ্চিমি সভ্য়তার অনুকরণ করে নয়, বেদ, গীতা ও যোগের গভীর শিকড় বজায় রেখে উচ্চ নগরোন্নয়ন করতে পারলে আমরা বিশ্ব নেতা হিসেবে নিজেদের তুলে ধরতে পারব এবং বিশ্ব আমাদের চেয়ে চেয়ে দেখবে ৷ অনুগ্রহ করে আমরা কি ক্রীতদাসের নাম ইন্ডিয়াকে বদলে ভারত নামে ফিরে আসতে পারি ?" নিজের কু পোস্টটির স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন বলিউডের 'কুইন'৷

আরও পড়ুন:বেহালায় সুরের মূর্ছনা ছড়ানো ভগবানের পাশে দাঁড়ালেন রাজ

তবে এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামে তিনি আরও লিখেছেন, "ব্রিটিশরা আমাদের ক্রীতদাসের নাম ইন্ডিয়া দিয়েছিল... যার আক্ষরিক অর্থ সিন্ধু নদের পূর্ব দিক ৷ আপনি কি সত্যিই একটি শিশুকে ছোট নাকের শিশু বা দ্বিতীয় সন্তান বা সবচেয়ে খারাপ সি সেকশন বলে ডাকবেন ? এটা কী ধরনের নাম ? কী অপরিণত ৷ আপনাদের ভারত কথাটার অর্থ বলছি ৷ ভাব, রাগ ও তাল - এই তিনটি শক্তিশালী শব্দ থেকে ভারত কথাটির উত্পত্তি ৷ হ্য়াঁ, ক্রীতদাস হওয়ার আগে আমরা এটাই ছিলাম, সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং নান্দনিকভাবে বিকশিত একটা সভ্যতা ৷ প্রত্যেকটা নামের মধ্যে একটা স্পন্দন ছিল এবং ব্রিটিশরা জানত যে তারা শুধু জায়গাটার নতুন নামই দিচ্ছে না, তারা মানুষ ও গুরুত্বপূর্ণ স্তম্ভগুলিরও নাম দিচ্ছে ৷ আমাদের হৃত গরিমা আবারও পুনরুদ্ধার করতে হবে ৷ আবার ভারত নামটা দিয়ে শুরু করা যাক ৷"

আরও পড়ুন:সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

কর্মক্ষেত্রে কঙ্গনা রানাওয়াতকে শেষ দেখা গিয়েছে জে জয়ললিতার বায়োপিক থালাইভিতে ৷ তাঁর হাতে রয়েছে আরও কয়েকটি বিগ বাজেট ফিল্ম ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, তেজস, ধাকাড়, মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা এবং ইন্দিরা গান্ধিকে নিয়ে ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details