কলকাতা : এক সময় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অরিত্র মুখোপাধ্যায় । তাঁরাই অরিত্রর শিক্ষক । আর এবার একটা ছবি পরিচালনা করছেন অরিত্র । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর । নন্দিতা ও শিবুর প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।
প্রথমবার উইন্ডোজ়ের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । এবং তাঁর বিপরীতে কাজ করছেন সোহম মজুমদার । 'কবীর সিং' ও 'দৃষ্টিকোণ'-এর মতো একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করেছেন তিনি । সে অর্থে দেখতে গেলে এই ছবিতে প্রথমবার তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন ।