উত্তরাখণ্ড, 21 ফেব্রুয়ারি:লকডাউনের সময়ে বারবার গরিবদের পাশে দাঁড়িয়েছেন। রিল পেরিয়ে তিনি হয়ে উঠেছেন রিয়েল লাইফ হিরো। আবারও স্বমহিমায় বলিউডের অভিনেতা সোনু সুদ। এ বার তিনি উত্তরাখণ্ডের বিপর্যয়ে মৃত এক ব্যক্তির চার কন্যাকে দত্তক নিলেন।
উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে প্রবল বন্যায় মৃত্যু হয় 45 বছরের আলম সিং পুণ্ডিরের। ঘটনার সময় তপোবন জলবিদ্যুত্ কেন্দ্রে ইলেকট্রিসিয়ানের কাজ করছিলেন তিনি। তাঁর প্রয়াণে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর পরিবারের। স্ত্রী ও চার কন্যাকে রেখে গিয়েছেন আলম সিং। এই ঘটনা জানতে পেরে আলমের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সোনু সুদ। মৃতের চার কন্যা অঞ্চল (14), অন্তরা (11), কাজল (৮) ও অনন্যা (2)-কে দত্তক নেবেন বলে ঘোষণা করেছেন তিনি। এই চার কন্যার পড়াশোনা ও বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা।