পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ভবিষ্যতের ভূত'-র প্রদর্শন বন্ধ করায় প্রতিবাদে নামল টলিউড

'ভবিষ্যতের ভূত' সিনেমা হল থেকে নামিয়ে দেওয়ার কাণ্ডে আজ ফের একবার প্রতিবাদে নামল টলিউড। সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও। অ্য়ামেরিকায় থাকার কারণে সোহাগ সেন মারফত বার্তা পাঠিয়েছেন অপর্ণা সেনও।

bhobishyater bhoot

By

Published : Feb 19, 2019, 11:23 PM IST

আজ বিকেলে অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদে নামল ভবিষ্যতের ভূতের টিম। কোনও এক অজ্ঞাত কারণে পুলিশকে নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গের সিংহভাগ হল থেকে সরিয়ে ফেলা হয়েছে ভবিষ্যতের ভূতের শো। সেন্সরবোর্ডে ভবিষ্যতের ভূত পাশ করা সত্ত্বেও, ঠিক কী কারণে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের হলগুলি থেকে সরিয়ে ফেলল এই ছবি ? সেই কারণ আজও অজানা কলাকুশলীদের কাছে।

আজ প্রতিবাদ সভায় কী বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সোহাগ সেন, অনীক দত্ত, সৌরভ চক্রবর্তী, দেবলীনা দত্ত, অঙ্কিতা, অপরাজিতা ঘোষ দাসরা। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো...

bhobishyater bhoot

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details