কলকাতা, 20 এপ্রিল: রোজই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে ৷ এ বার তালিকায় টলিউডের সুপারস্টার জিৎ ৷ তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাড়িতেই কোয়ারানটিনে আছেন অভিনেতা ৷
মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর জানান জিৎ ৷ টুইটে তিনি লেখেন, "সবাইকে এটা জানাতে চাই যে আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি ৷ আমার স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদাতাদের কথা মেনে চলছি ৷ গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের পরীক্ষা করিয়ে নিতে এবং যত্ন নিতে অনুরোধ করছি ৷ হাতজোড় করে জানাচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে ৷"