পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঢাক-ঢোল সহযোগে মনোনয়নপত্র জমা রুদ্রনীলের

মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷

রুদ্রনীল ঘোষ
রুদ্রনীল ঘোষ

By

Published : Apr 6, 2021, 4:29 PM IST

কলকাতা, 6 এপ্রিল :মনোনয়নপত্র জমা দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ । মঙ্গলবার সকালে ভবানীপুরের নিজের বাড়ি থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র দেন তিনি । এই মিছিলের মূল আকর্ষণ ছিল ঢাক-ঢোল। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কর্মী-সমর্থকরা ছিলেন উৎসবের মেজাজে । হাজার হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ।

এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে রুদ্রনীল বলেন, "ভবানীপুরের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, তৃণমূল সরকারকে সরিয়ে তাঁরা বিজেপিকে ক্ষমতায় আনতে চান। মানুষের সমর্থন, আশীর্বাদ মাথায় নিয়ে আজ নমিনেশন জমা দিলাম।" তিনি আরও বলেন, "তৃণমূল যত বাধা দিচ্ছে, যত পোস্টার ছিড়ে দিচ্ছে, তত বেশি মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, সমর্থন জানাচ্ছেন ।" তাঁর অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যজুড়ে দ্বিচারিতার রাজনীতি করছে।

রুদ্রনীল ঘোষ আরও বলেন, "ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেই মানুষের মধ্যে ভেদাভেদ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। সব মানুষ শান্তিতে নিজের চিন্তাভাবনা নিয়ে বাঁচতে পারবেন ।" জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন তিনি । ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও এ বছরে এই ঘাঁটিতে ঘাসফুল মুছে গিয়ে পদ্মফুলের জোয়ার আসবে বলে আশবাদী তিনি ৷

ভবানীপুরের নিজের বাড়ি থেকে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন রুদ্রনীল

আরও পড়ুন:প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়ে কী বললেন আব্বাস ?

রুদ্রনীলের দাবি, তৃণমূলের দুর্নীতি, ভেদাভেদের রাজনীতি দেখে বিরক্ত বাংলার মানুষ । তাই শুধু ভবানীপুরই নয়, বাংলা থেকেই তৃণমূলকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে চাইছেন সাধারণ মানুষ । তাঁর অভিযোগ, এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চেয়েছিল তৃণমূল । সেটা করতে না পেরে বারে বারে কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details