পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভমিকার 6 মাস পূর্ণ, ব্রিটেনের পার্কে পিকনিকে বিরুষ্কা - বিনোদনের খবর

কন্যা ভমিকার (Vamika) অর্ধবর্ষ পূর্তি পালন করলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) ৷ ব্রিটেনের পার্কে পিকনিক করতে দেখা গেল তাঁদের ৷ সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷

Baby Vamika's Picnic At uk Park With Parents Anushka Sharma And Virat Kohli On Her 6-Month Anniversary
6 মাস পূর্ণ ভমিকার, ব্রিটেনের পার্কে পিকনিকে বিরুষ্কা

By

Published : Jul 12, 2021, 4:50 PM IST

মুম্বই, 12 জুলাই : রবিবার 6 মাস পূর্ণ করল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) কন্যা ভমিকা (Vamika) ৷ রানির দেশেই হল অর্ধবর্ষ পূর্তির সেলিব্রেশন ৷ ব্রিটেনের একটি পার্কে সেলেব্রিটি বাবা-মায়ের সঙ্গে পিকনিক করল ছোট্ট ভমিকা ৷ ব্যস্ততা দূরে সরিয়ে সপরিবার কোয়ালিটি টাইম কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনুষ্কা ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ শুভেচ্ছার বন্যায় বানভাসি বিরুষ্কার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গত জুন মাস থেকেই সপরিবার ইংল্যান্ডে বিরাট কোহলি ৷ তিনি যখন খেলা নিয়ে ব্যস্ত, তখন শপিং করতে দেখা গিয়েছে অনুষ্কাকে ৷ মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ৷ হেয়ারকাট করিয়েছেন ৷ একেবারে নিখাদ ছুটির মুড ৷ এরই মধ্যে চলে এল কন্যার 6 মাস পূর্তি ৷ এই দিনটায় মেয়ে ও স্ত্রীকে নিয়েই আনন্দের মুহূর্ত কাটিয়েছেন বিরাট ৷

আরও পড়ুন:বিরাট, রায়না, কইফদের শুভেচ্ছায় ভাসলেন চল্লিশের মাহি

অনুষ্কা তাঁদের কন্যার এই বিশেষ দিন সেলিব্রেট করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ ছবিতে দেখা যাচ্ছে, ঘাসে চাদর বিছিয়ে দিব্যি পিকনিক চলেছে ৷ সবুজ ঘেরা পার্কে খোলা আকাশের নিচে শুধুই তিনজন ৷ বিরাট কোহলি, অনুষ্কা শর্মা ও ভমিকা ৷ ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "ওর একটা হাসি আমাদের গোটা পৃথিবীটাকে বদলে দিতে পারে ৷ আমাদের তিনজনের 6 মাস আনন্দের হোক ৷"

আরও পড়ুন:রতনে রতন চেনে, একসঙ্গে ছবি দিয়ে ট্রোলের শিকার নুসরত-শ্রাবন্তী-তনুশ্রী

একটি ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে বুকে জড়িয়েই চাদরে শুয়ে আছেন অনুষ্কা ৷ আকাশের দিকে আঙুল দিয়ে মেয়েকে কিছুটা একটা দেখানোর চেষ্টা করছেন ৷ অপর ছবিতে ভমিকাকে কোলে নিয়ে তার সঙ্গে খেলছেন বিরাট ৷ যদিও কোনও ছবিতেই ভমিকাকে সামনে থেকে দেখা যায়নি ৷

আরও পড়ুন:বেবি বাম্পে মাতৃত্বের জেল্লা, গর্ভাবস্থার ছবি পোস্ট করিনার

চলতি বছর 11 জানুয়ারি বিরুষ্কার জীবন আলো করে জন্ম নেয় ভমিকা ৷ তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় তার মুখ প্রকাশ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সেলেব দম্পতি ৷ মেয়ের কী নাম রেখেছেন, সে কথা শেয়ার করলেও অনুষ্কা তাঁদের সন্তানের গোপনীয়তা রক্ষার জন্য সাহায্য চান পাপারাৎজিদের কাছে ৷

ABOUT THE AUTHOR

...view details