মুম্বই, 29 অক্টোবর : তিন সপ্তাহেরও বেশি সময় পর জামিন পেয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan), তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা ৷ তবে এখনও তাঁদের জেল থেকে মুক্তি মেলেনি ৷ আজ এই মামলায় সবিস্তার রায়দান করবেন বম্বে হাইকোর্টের বিচারপতি নীতিন সাম্বরে ৷ কেন মাদক মামলায় ধৃতদের জামিন দেওয়া হল, কী শর্তে জামিন দেওয়া হল তা জানানোর কথা আদালতের ৷ আজই যাতে আরিয়ান মন্নতে ফিরতে পারেন, তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন শাহরুখের আইনজীবীরা ৷
প্রতিদিন বিচারপতি সাম্বরের এজলাসে শুনানির তালিকায় জামিন ও অন্তর্বর্তী জামিনের 70টি মামলা নথিভুক্ত থাকে ৷ সামনেই যেহেতু দু'সপ্তাহের দীপাবলির অবকাশকালীন ছুটি, সেই কারণে মামলার চাপ আরও বেশি ৷ এই মামলাগুলির জরুরি ভিত্তিতে শুনানির জন্য বর্তমানে আইনজীবীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কোর্টরুমে ৷ তবে আজ বিচারপতি সাম্বরের মাত্র 40টি মামলা শোনার কথা ৷ বৃহস্পতিবার আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করার পর শাহরুখ খানের আইনজীবী বলেছিলেন, যাবতীয় ফর্ম্যালিটিস শেষ করে শুক্রবার বা শনিবারই যাতে আরিয়ান বাড়ি ফিরতে পারে, তার চেষ্টা করবেন ৷
আরও পড়ুন:Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ