মুম্বই, 26 মার্চ: বাবা অজয় কুমার শর্মাকে তাঁর 60 বছরের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ৷ ইনস্টাগ্রাম পোস্টে তুলে ধরলেন তাঁর জীবনে বাবার মাহাত্ম্য ৷ বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি ৷ বিরাট ও কন্যা ভামিকার ছবিও পোস্ট করেছেন তিনি ৷
বাবার উদ্দেশে তিনি লিখেছেন, "সবচেয়ে অনন্য 1961 সালের স্পেশ্যাল এডিশনের 60 বছর সেলিব্রেট করছি - আমার বাবা ৷ বড় হওয়ার সময় তিনি আমাদের সততা, কমপ্যাশন ও গ্রহণযোগ্যতার শক্তি শিখিয়েছেন ৷ আর সবসময় তিনি মনের শান্তির উপর গুরুত্ব দিয়েছেন ৷ যার ফলে আমি সত্ ও নির্ঝঞ্ঝাট হতে পেরেছি ৷"