পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টলিউডের এই হিরোকে চিনতে পারছেন ? - অঙ্কুশ হাজরার খবর

হ্যাঁ, এই ছবিটি টলিউডের এক হিরোর । লকডাউনে কি লিঙ্গ পরিবর্তন করালেন তিনি ? সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ।

Ankush Hazra on Oindrilla
Ankush Hazra on Oindrilla

By

Published : May 29, 2020, 7:53 PM IST

কলকাতা : উপরের ছবিটি অঙ্কুশ হাজরার । না না চমকাবেন না, অঙ্কুশ লিঙ্গ পরিবর্তন করেননি । শুধু সাহায্য নিয়েছেন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের । তবে শুধু নিজেকে বদলাতে নয়, তিনি বদলেছেন গার্লফ্রেন্ড ঐন্দ্রিলাকেও ।

অঙ্কুশ যেখানে নারী রূপে আবির্ভূত হয়েছেন, সেখানে ঐন্দ্রিলা একেবারে হ্যান্ডসাম পুরুষ হয়ে উঠেছেন । দু'জনের এই অদল বদল বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের ।

ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, "আন্দাজ করুন, এরা কে ?" তাঁর এই পোস্টে নুসরত ফারিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন, "যাহ !", অন্যদিকে বাবা যাদব লিখেছেন, "হোয়াট দ্য হেল ইয়া !"

দেখে নিন অঙ্কুশের মজার পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details