পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফিরদৌস ও নুরের VISA বাতিল নিয়ে প্রশ্ন অনিকেতের - Firdous

সোশাল মিডিয়ায় কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে একটি লম্বা পোস্ট লিখেছেন অনিকেত।

অনিকেত চ্যাটার্জি

By

Published : Apr 27, 2019, 7:56 PM IST

কলকাতা : রাজনৈতি দলের হয়ে প্রচার করায় দেশ ছাড়তে হয়ে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদ ও গাজ়ি নুরকে। এই নিয়ে এবার প্রশ্ন তুললেন পরিচালক অনিকেত চ্যাটার্জি।

সোশাল মিডিয়ায় কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে একটি লম্বা পোস্ট লিখেছেন অনিকেত। রইল সেই পোস্ট...

দিনকয়েক আগে অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সাক্ষাৎকার নেন। তাতে স্পষ্ট বলা হয় যে এটা অরাজনৈতিক একটি সাক্ষাৎকার। কিন্তু, বিরোধীদের মতে এই সাক্ষাৎকার মানুষের সামনে নিজের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার একটা প্রয়াস মাত্র।

এদিকে অক্ষয় কুমার কানাডার নাগরিক। তাঁর দ্বৈত নাগরিকের জেরে তিনি কোনওভাবে ভোট দিতে পারবেন না। ফলে অনিকেতের মত, কোনও ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনের ভোট দেওয়ার বা ভোটের প্রচার করার অধিকার নেই। তাহলে অক্ষয় কীভাবে ?

সম্প্রতি ফিরদৌসকে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গেছিল। অন্যদিকে মদন মিত্রর ব়্যালিতে দেখা যায় নুরকে। এরপরই দু'জনের VISA বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ABOUT THE AUTHOR

...view details