কলকাতা : রুদ্রনীল ঘোষের লেখা 'দাদা আমি সাতে পাঁচে থাকি না' কবিতাটি এখন লোকের মুখে মুখে ফেরে । সাধারণ মধ্যবিত্ত মানুষ কীভাবে নিজেদের গা বাঁচিয়ে মধ্যবিত্ত জীবনযাপন করে চলে, সেই নিয়েই এই কবিতা । হাসির ছলে সমাজের একটি শ্রেণীর মুখোশ খুলে দিয়েছিলেন রুদ্রনীল এই কবিতার মাধ্যমে ।
তবে রুদ্রনীল এখন তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকেছেন । অনেকের মতে, অভিনেতা সুযোগের সন্ধান বেশ ভালোই পান । আর তারপর থেকেই তাঁর এই কবিতাকে তাঁরই বিরুদ্ধে ব্যবহার করছেন নেটিজেনরা । বাদ গেলেন না পরিচালক অনিকেত চট্টোপাধ্য়ায়ও ।