কলকাতা : অনীক ধরের পরিবারের সঙ্গে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার ভালোই বন্ধুত্ব রয়েছে । প্রায়ই একে অপরের বাড়িতে যাতায়াত করেন তাঁরা । সম্প্রতি অনীকের বাড়িতে গিয়েছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । কিন্তু, গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন তা বুঝতেই পারেননি অঙ্কুশ । তখনই তাঁর মুখে ফিডিং বোতল ধরেন অনীক ।
টেবিলের উপর রাখা ফাঁকা ফিডিং বোতল নিয়ে তা ঘুমন্ত অঙ্কুশের মুখে ঠেকান অনীক । কিন্তু, তাতেও অঙ্কুশের ঘুম ভাঙেনি । বরং হালকা করে চোখ খুলে ফের মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়েন তিনি । আর এই দৃশ্য দেখে ঘরে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন ।