ওই সংশ্লিষ্ট NGO-র দাবি এই ক্রাইম-অ্য়াকশন ছবিটি চম্বলের উপর খারাপ প্রভাব ফেলবে। এবং এই জায়গার বাসিন্দাদের অনুভূতিতেও আঘাত হানতে পারে এই ছবি। এই সংস্থা দাবি করেছে, এই ছবি থেকে বেশ কিছু দৃশ্য় বাদ দিতে হবে। শুধু তাই নয়, ছবি নির্মাতাদের কাছ থেকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথাও তারা জানিয়েছেন। তাদের এই দাবিগুলি না মানলে আদালত অবধি এই বিষয়টিকে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দিয়েছেন ওই সংস্থা।
কিছু দৃশ্য় বাদ দেওয়ার দাবিতে আইনি নোটিশ 'সোনচিরিয়া'-র নির্মাতাদের
আইনি সমস্য়ার মুখে পরেছে অভিষেক চৌবে পরিচালিত নতুন ছবি 'সোনচিরিয়া'। গোয়ালিয়রের একটি NGO 'সোনচিরিয়া'-র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।
sonchiriya
ছবির কিছু কিছু মোশন পোস্টার নিয়েও আপত্তি তুলেছে ওই সংস্থা। এই সংক্রান্ত একটি নোটিশও পাঠিয়েছেন তারা। যে নোটিশে পরিচালক অভিষেক চৌবে, প্রযোজক রনি স্ক্রুওয়ালা, অভিনেতা-অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত, ভূমি পেদনেকর, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে ও আশুতোষ রানার নাম উল্লেখ করা হয়েছে। ১ মার্চ 'সোনচিরিয়া' মুক্তি পাওয়ার কথা আছে।