দেরাদুন, 25 মার্চ :নিজের নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য এবার উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি ৷ 26 মার্চ থেকে উত্তরাখণ্ডে 1 এপ্রিল পর্যন্ত শ্যুটিং করার কথা রয়েছে তাঁর ৷ ছবিতে অমিতাভের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা মান্দানাও ৷ এদিন বিশেষ চ্যাটার্ড বিমানে দেরাদুন বিমান বন্দরে পৌঁছান বিগ বি (Big B New Film Good Bye) ৷
বিমান বন্দরের কর্মীদের সঙ্গে ছবি তোলার জন্য এদিনও পোজও দেন অমিতাভ ৷ তারপর অবশ্য় প্রচণ্ড ভিড়ের মধ্যে কড়া নিরাপত্তায় টার্মিনাল থেকে বের করে আনা হয় তাঁকে ৷ দেরাদুন বিমান বন্দর থেকে এরপর নরেন্দ্র নগরের দিকে রওনা দেন তিনি ৷ খবর অনুযায়ী মুম্বই বিমান বন্দর থেকে এদিন সকাল দশটা নাগাদ রওনা হন বিগ বি ৷