হায়দরাবাদ : 6 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল । চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । কখন, কী কী ছবি দেখানো হবে এই ফেস্টিভালে ? এক ঝলকে দেখে নেওয়া যাক...
- ঘরে বাইরে আজ (6 ডিসেম্বর)
ছবির গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' উপন্যাস অবলম্বনে হলেও সময়টা আলাদা। আসল উপন্যাস অনুযায়ী গল্পটা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি । তবে অপর্ণা সেনের ছবিটি একেবারে আজকের গল্প বলবে । তাই ছবির নামও 'ঘরে বাইরে আজ' ।
- বাই দা গ্রেস অফ গড (6 ডিসেম্বর 2টো 30 মিনিট)
এটি একটি ফ্রেঞ্চ সিনেমা । চলতি বছরের 20 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি ।
- হৃদমাঝারে (6 ডিসেম্বর দুপুর 2টো 45)
অঙ্কের প্রফেসর অভিজিৎকে নিয়ে তৈরি গল্পটি । একবার একজন জ্যোতিষী তাঁকে প্রেমিকার থেকে দূরে থাকতে বলেছিলেন । কিন্তু, সে কথায় তিনি গুরুত্ব দেননি । এরপর তাঁর জীবনে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা । যা তাকে জ্যোতিষীর কথা মনে পড়িয়ে দেয় ।
- আমি জয় চ্যাটার্জি (6 ডিসেম্বর বিকেল 7টা)
একজন ইগোইস্টিক ব্যাবসায়ীকে কেন্দ্র করে তৈরি ছবিটি । তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল সে নিজেই । কিন্তু, একদিন সেই জয় চ্যাটার্জি হারিয়ে যায় । আর এই চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ।
- বহমান (6 ডিসেম্বর রাত 9টা 45 মিনিট ও 7 ডিসেম্বর দুপুর 12টা 45 মিনিট)
সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন অভিনয় করেছেন এই ছবিতে । সম্পর্কের কথা বলছে ছবিটি । শাশুড়ির সঙ্গে বউয়ের, ছেলের সঙ্গে মায়ের ও দুই প্রেমিক যুগলের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে ।
- লাভলেস (7 ডিসেম্বর সকাল 10টা 30 মিনিট)
2017 সালে মুক্তি পেয়েছিল 'লাভলেস' । পরিচালনায় আন্ড্রে জ়েইজিনৎসেভ । সেপারেশনে থাকা দুই অভিভাবকের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে ।
- পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই (7 ডিসেম্বর 2টো 15 মিনিট এবং 8 ডিসেম্বর রাত 8টা)
'পূর্ব-পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই' পরিচালনায় রাজর্ষি । ছবির গল্প তন্ত্রসাধনা, দশমহাবিদ্যা, কালীশক্তির আরাধনাকে কেন্দ্র করে ।
- নির্বাণ (7 ডিসেম্বর বিকেল 5টা ও 8 ডিসেম্বর দুপুর 12টা 20 মিনিট)