পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল : কখন কোন সিনেমা দেখানো হবে

এবছর জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট 22টি ছবি দেখানো হবে উৎসবে । দেখানো হবে শর্ট ফিল্মও । এবছর মোট 11টি বাংলা ফিচার ফিল্ম, 8 টি শর্ট ফিল্ম ও 3টি আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে ।

gh
gh

By

Published : Dec 4, 2019, 5:22 PM IST

Updated : Dec 4, 2019, 5:28 PM IST

হায়দরাবাদ : 6 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল । চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । কখন, কী কী ছবি দেখানো হবে এই ফেস্টিভালে ? এক ঝলকে দেখে নেওয়া যাক...

  • ঘরে বাইরে আজ (6 ডিসেম্বর)

ছবির গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' উপন্যাস অবলম্বনে হলেও সময়টা আলাদা। আসল উপন্যাস অনুযায়ী গল্পটা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি । তবে অপর্ণা সেনের ছবিটি একেবারে আজকের গল্প বলবে । তাই ছবির নামও 'ঘরে বাইরে আজ' ।

  • বাই দা গ্রেস অফ গড (6 ডিসেম্বর 2টো 30 মিনিট)

এটি একটি ফ্রেঞ্চ সিনেমা । চলতি বছরের 20 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি ।

  • হৃদমাঝারে (6 ডিসেম্বর দুপুর 2টো 45)

অঙ্কের প্রফেসর অভিজিৎকে নিয়ে তৈরি গল্পটি । একবার একজন জ্যোতিষী তাঁকে প্রেমিকার থেকে দূরে থাকতে বলেছিলেন । কিন্তু, সে কথায় তিনি গুরুত্ব দেননি । এরপর তাঁর জীবনে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা । যা তাকে জ্যোতিষীর কথা মনে পড়িয়ে দেয় ।

  • আমি জয় চ্যাটার্জি (6 ডিসেম্বর বিকেল 7টা)

একজন ইগোইস্টিক ব্যাবসায়ীকে কেন্দ্র করে তৈরি ছবিটি । তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল সে নিজেই । কিন্তু, একদিন সেই জয় চ্যাটার্জি হারিয়ে যায় । আর এই চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ।

  • বহমান (6 ডিসেম্বর রাত 9টা 45 মিনিট ও 7 ডিসেম্বর দুপুর 12টা 45 মিনিট)

সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন অভিনয় করেছেন এই ছবিতে । সম্পর্কের কথা বলছে ছবিটি । শাশুড়ির সঙ্গে বউয়ের, ছেলের সঙ্গে মায়ের ও দুই প্রেমিক যুগলের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে ।

  • লাভলেস (7 ডিসেম্বর সকাল 10টা 30 মিনিট)

2017 সালে মুক্তি পেয়েছিল 'লাভলেস' । পরিচালনায় আন্ড্রে জ়েইজিনৎসেভ । সেপারেশনে থাকা দুই অভিভাবকের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে ।

  • পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই (7 ডিসেম্বর 2টো 15 মিনিট এবং 8 ডিসেম্বর রাত 8টা)

'পূর্ব-পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই' পরিচালনায় রাজর্ষি । ছবির গল্প তন্ত্রসাধনা, দশমহাবিদ্যা, কালীশক্তির আরাধনাকে কেন্দ্র করে ।

  • নির্বাণ (7 ডিসেম্বর বিকেল 5টা ও 8 ডিসেম্বর দুপুর 12টা 20 মিনিট)

মতি নন্দীর উপন্যাস ‘‌বিজলীবালার মুক্তি’‌ অবলম্বনে তৈরি এই ছবি । এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাখি গুলজ়ার । এছাড়াও রয়েছেন বিদিতা বাগ, চৈতি ঘোষাল ও সমদর্শী দত্ত ।

  • সহবাসে (7 ডিসেম্বর বিকেল 5টা 20 মিনিট ও 8 ডিসেম্বর বিকেল 3টে 50 মিনিট)

দিল্লিতে দীর্ঘ বছর বাংলা থিয়েটার নিয়ে লড়ে গেছেন অঞ্জন কাঞ্জিলাল । তাঁর নাটকই বড় পরদায় তুলে ধরা হয়েছে । নাম 'সহবাসে'। দু'জন মানুষের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে ।

  • সামসারা (7 ডিসেম্বর রাত 8টা এবং 8 ডিসেম্বর সকাল 10টা)

পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ ছবি 'সামসারা'। তিন বন্ধুর রিইউনিয়নের গল্প নিয়ে তৈরি ছবিটি ।

  • মিতিন মাসি (7 ডিসেম্বর রাত 8টা এবং 8 ডিসেম্বর সকাল 10টা)

এটি একটি ডিটেক্টিভ সিনেমা । পরিচালনা করেন অরিন্দম শীল । সুচিত্রা ভট্টাচার্যর "কেরালায় কিস্তিমাত"-এর গল্প অবলম্বনে তৈরি ছবিটি । মুখ্য চরিত্রে অভিনয় করেন কোয়েল মল্লিক ।

  • রাজলক্ষ্মী ও শ্রীকান্ত (7 ডিসেম্বর রাত 10টা 30 মিনিট ও 8 ডিসেম্বর দুপুর 12টা 40 মিনিট)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত (প্রথম পর্ব) উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে । বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজলক্ষ্মী ও শ্রীকান্তকে নিজের চিন্তার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন পরিচালক ।

  • ওড টু মাই ফাদার (8 ডিসেম্বর বিকেল 6টা)

এটি 2014 সালে মুক্তি পাওয়া একটি দক্ষিণ কোরিয়ার সিনেমা । 1950 সাল থেকে এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ঘটে চলা একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে ।

  • কলকাতায় কোহিনূর

কলকাতার একটি মিউজ়িয়াম থেকে শুরু ছবির গল্পটি । ইন্ডিয়ান মিউজ়িয়ামের একজন কোহিনূর কিউরেটর পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন লন্ডন নয়, কলকাতায় রয়েছে কোহিনূর ।

শর্ট ফিল্ম

হাউ টু বিকাম আ রেপিস্ট (বাংলা)
চোর (বাংলা)
পকেটমার (বাংলা)
ক্যানভাস (বাংলা)
ভানুসিংহ (বাংলা)
বেয়ন্ড ড্রিমস (বাংলা)
ভ্রম (হিন্দি)

Last Updated : Dec 4, 2019, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details