পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Gangubai Kathiawadi in 100 cr Club: একশো কোটির ক্লাবে নামে তুলে ফেলল সঞ্জয়-আলিয়া জুটির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'

সঞ্জয়-আলিয়ার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' শুধু যে সমালোচকদের মন জয় করে নিল তা নয়, একইসঙ্গে ভাল ব্যবসা দিল বক্স অফিসেও ৷ এবার একশো কোটির ক্লাবে নাম তুলল এই ছবি (Gangubai Kathiawadi Reaches the 100 cr Club) ৷

Gangubai Kathiawadi in 100 cr Club
একশ কোটির ক্লাবে নামে তুলে ফেলল সঞ্জয়-আলিয়া জুটির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'

By

Published : Mar 10, 2022, 10:58 AM IST

হায়দরাবাদ, 10 মার্চ :ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুক্তির পর থেকেই রীতিমত সিনেপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছিল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ মুম্বইয়ের কামাথিপুরার যৌনপল্লি থেকে সকলের গাঙ্গু মা হয়ে ওঠা দৃঢ়প্রতিজ্ঞ মাফিয়া কুইনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই নতুন প্রচেষ্টা শুধু যে সমালোচকদের মন জয় করে নিল তা নয়, একইসঙ্গে ভাল ব্যবসা দিল বক্স অফিসেও ৷ ইতিমধ্য়েই মহামারির পর চতুর্থ ছবি হিসাবে একশ কোটির ক্লাবে নাম তুলে ফেলল গাঙ্গুবাঈ (Gangubai Kathiawadi Reaches the 100 cr Club) ৷

ফ্লিম ট্রেড এনালিস্ট তরণ আদর্শ বুধবার টুইটারে জানান, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি সেঞ্চুরি পূর্ণ করেছে ৷ দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে রীতিমত ঝড় তুলে দিয়েছিল এই ছবি ৷ শুধুমাত্র শনি এবং রবিবারেই 18.28 কোটি টাকার ব্যবসা করেছে সঞ্জয়ের এই নতুন ছবি ৷

আরও পড়ুন:শিবা ট্রিলজি এবার সিরিজে, পরিচালনায় শেখর কাপুর

এর আগে করোনা মহামারির পর যে কটি ছবি বক্স অফিসে একশো কোটির ক্লাবে পৌঁছেছে সেগুলি হল অক্ষয়-কুমার ক্য়াটরিনা কাইফ অভিনীত 'সূর্য বংশী', রণবীর সিং-দীপিকা পাড়ুকোন অভিনীত '83' এবং আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানার 'পুষ্পা-দ্য রাইজ' ৷ এবার এই তালিকায় চতুর্থ ছবি হিসাবে জায়গা করে নিল আলিয়া ভাট-অজয় দেবগণ অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিও ৷

ABOUT THE AUTHOR

...view details