কলকাতা : এবারের পুজো বাড়িতেই কাটিয়েছেন মিমি চক্রবর্তী । পাশাপাশি আবাসনের পুজোতেও মেতে উঠেছিলেন তিনি । আর গতকাল অর্থাৎ নবমীর দিন সন্ধ্যায় আবাসনের পুজোতে ধুনুচি নাচতে দেখা গেল তাঁকে ।
পুজোর দিনগুলিতে ট্র্যাডিশনাল লুকেই দেখা গিয়েছিল মিমিকে । বেশিরভাগ দিন সবুজ পোশাকে দেখা গিয়েছিল তাঁকে । কখনও সবুজ শাড়ি, আবার কখনও সবুজ সালোয়াড় পরেছিলেন তিনি ।
তবে গতকাল সন্ধেতে সাদা কুর্তি ও সাদা পালাজ়ো পরেন মিমি । তার সঙ্গে মানানসই গয়না পরতে দেখা গিয়েছিল তাঁকে । ওই পোশাকেই আবাসনের পুজোতে ঢাকের তালে ধুনুচি নাচলেন তিনি । যদিও সুরক্ষাবিধি মেনেই সব কিছু করেছিলেন । ধুনুচি নাচের সময়ও মুখ থেকে মাস্ক খোলেননি অভিনেত্রী ।