পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নবমীর সন্ধ্যায় আবাসনের বাসিন্দাদের সঙ্গে ধুনুচি নাচে মাতলেন মিমি - মিমি চক্রবর্তী

নবমীর দিন সন্ধেয় সাদা কুর্তি ও সাদা পালাজ়ো পরেছিলেন মিমি । তার সঙ্গে মানানসই গয়না পরতে দেখা গিয়েছিল তাঁকে । আর তার সঙ্গে আবাসনের পুজোতে ঢাকের তালে ধুনুচি নাচলেন তিনি । যদিও সুরক্ষাবিধি মেনেই সব কিছু করেছিলেন । ধুনুচি নাচের সময়ও মুখ থেকে মাস্ক খোলেননি অভিনেত্রী ।

asd
szda

By

Published : Oct 26, 2020, 5:08 PM IST

কলকাতা : এবারের পুজো বাড়িতেই কাটিয়েছেন মিমি চক্রবর্তী । পাশাপাশি আবাসনের পুজোতেও মেতে উঠেছিলেন তিনি । আর গতকাল অর্থাৎ নবমীর দিন সন্ধ্যায় আবাসনের পুজোতে ধুনুচি নাচতে দেখা গেল তাঁকে ।

পুজোর দিনগুলিতে ট্র্যাডিশনাল লুকেই দেখা গিয়েছিল মিমিকে । বেশিরভাগ দিন সবুজ পোশাকে দেখা গিয়েছিল তাঁকে । কখনও সবুজ শাড়ি, আবার কখনও সবুজ সালোয়াড় পরেছিলেন তিনি ।

মিমির অস্টমী লুক

তবে গতকাল সন্ধেতে সাদা কুর্তি ও সাদা পালাজ়ো পরেন মিমি । তার সঙ্গে মানানসই গয়না পরতে দেখা গিয়েছিল তাঁকে । ওই পোশাকেই আবাসনের পুজোতে ঢাকের তালে ধুনুচি নাচলেন তিনি । যদিও সুরক্ষাবিধি মেনেই সব কিছু করেছিলেন । ধুনুচি নাচের সময়ও মুখ থেকে মাস্ক খোলেননি অভিনেত্রী ।


সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেন মিমি । তাঁর সঙ্গে আবাসনের অন্য বাসিন্দাদেরও নাচতে দেখা গিয়েছে । এর ক্যাপশনে লেখেন, "শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা রইল ।"


পুজোর পর সবাইকে নিজের হাতে প্রসাদ দেন মিমি । কখনও আবার আবাসনের এক বাচ্চার সঙ্গে গল্প মেতে ওঠেন তিনি । তার চশমা পরিষ্কার করে আবার পরিয়ে দেন ।

মিমির ইনস্টাগ্রাম স্টোরি

কোরোনা পরিস্থিতির মধ্যে পুজো বলে এবার সেই আবাসনের পুজোতে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়নি । তাই আবাসনের প্রতিবেশীদের সঙ্গে বাড়ির মেয়ের মতোই পুজোর আনন্দে মেতে উঠেছিলেন মিমি । তাঁদের সঙ্গে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রদীপ জ্বালানো সব কিছুই করেছিলেন তিনি । অবশ্যই সুরক্ষাবিধি মেনে ।

ABOUT THE AUTHOR

...view details