পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Leander-Kim: লিয়েন্ডারের সঙ্গে প্রেমের ঘোষণা কিম শর্মার ?

ডেটিং করছেন আগেই বোঝা গিয়েছিল ৷ এ বার কি সেই সম্পর্কে সিলমোহর দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes) ও কিম শর্মা (Kim Sharma)? ইনস্টাগ্রামে কিম তাঁদের সম্পর্ককেই স্বীকৃতি দিয়েছেন বলে মত নেট নাগরিকদের ৷

actress kim-sharma-makes-relationship-with-leander-paes-intsa-official
লিয়েন্ডারের সঙ্গে প্রেমের ঘোষণা কিম শর্মার ?

By

Published : Sep 6, 2021, 12:53 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর:জল্পনা চলছিল বেশকিছুদিন ধরেই ৷ টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে অভিনেত্রী কিম শর্মার (Kim Sharma) ডেটিং-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল গুঞ্জন ৷ এ বার কি সেই সম্পর্ককে স্বীকৃতি দিলেন এই সেলেব জুটি ? সরাসরি মুখে এ বিষয়ে কিছু না-বলেও ভক্তদের দাবি, ইনস্টাগ্রামে (Instagram) কিম বুঝিয়ে দিয়েছেন যে জল্পনাই সত্যি ৷ আবারও প্রেমের বাঁধনে জড়িয়েছে খেলা ও বিনোদন ৷

রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কিম শর্মা ৷ সেই পোস্টেই তাঁদের সম্পর্কের কথা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তিনি ৷ তাঁর পোস্ট করা ছবিতে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী ৷ তবে পাশেই দাঁড়িয়ে থাকা লিয়েন্ডার পেজের চোখ অবশ্য তাঁর লেডিলাভের দিকেই ৷ আবেগঘন এই ছবিতে স্পষ্ট ধরা পড়েছে একে-অপরের প্রতি ভালবাসা ৷ ছবির ক্যাপশনে 41 বছরের অভিনেত্রী লাল হৃদয়-সহ যুগলের ইমোজি ব্যবহার করেছেন ৷ এতেই নেট নাগরিকদের ধারণা, এ ভাবেই নিজেদের সম্পর্কের ঘোষণা করেছেন কিম শর্মা ৷

আরও পড়ুন:Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

শুধু কিমই নন, এই একই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন লিয়েন্ডার পেজও ৷ যদিও তিনি ক্যাপশনে লিখেছেন, "ম্যাজিক"৷

গত জুলাই মাসে গোয়ার সৈকতে ও রেস্তোরাঁয় এই তারকা জুটির কোয়ালিটি টাইম কাটানোর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর থেকেই শুরু হয় জল্পনা ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুবান্ধবদের নিয়ে রেস্তরাঁয় খেতে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন কিম শর্মা ৷

আরও পড়ুন:নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

তার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভালবাসার খোঁজ চালিয়ে একটি বার্তাও পোস্ট করেন অভিনেত্রী ৷ সেই একই পোস্ট শেয়ার করেন টেনিস তারকাও ৷ তাতে আবার দুটো হার্ট ইমোজিও দেন তিনি ৷

কর্মক্ষেত্রে 2000 সালে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের ফিল্ম মহব্বতেঁ-তে অভিষেক হয় কিম শর্মার ৷ এরপর তাঁকে দেখা যায় ফিদা ও তাজ মহল: দ্য ইটারনাল লাভ স্টোরিতে ৷ এক সময়ে যুবরাজ সিং-এর সঙ্গে কিমের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা ছড়ায় বলিউডে ৷ শোনা গিয়েছিল, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দু'জনের সম্পর্ক নাকি সেই কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রানের (Harshvardhan Rane) সঙ্গে দেখা গিয়েছিল কিমকে ৷ সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন:Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

অপরদিকে, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ কিছুদিন আগে তাঁর ডকু-ড্রামার শ্যুটিং শেষ করেছেন ৷ বিনোদন জগতে যুক্ত কারও সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক অবশ্য এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দুজনের একটি মেয়ে রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷ এ বার আটচল্লিশের লিয়েন্ডার কিম শর্মার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছেন বলে মনে করছেন ভক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details