কলকাতা, 6 সেপ্টেম্বর:জল্পনা চলছিল বেশকিছুদিন ধরেই ৷ টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে অভিনেত্রী কিম শর্মার (Kim Sharma) ডেটিং-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল গুঞ্জন ৷ এ বার কি সেই সম্পর্ককে স্বীকৃতি দিলেন এই সেলেব জুটি ? সরাসরি মুখে এ বিষয়ে কিছু না-বলেও ভক্তদের দাবি, ইনস্টাগ্রামে (Instagram) কিম বুঝিয়ে দিয়েছেন যে জল্পনাই সত্যি ৷ আবারও প্রেমের বাঁধনে জড়িয়েছে খেলা ও বিনোদন ৷
রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কিম শর্মা ৷ সেই পোস্টেই তাঁদের সম্পর্কের কথা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তিনি ৷ তাঁর পোস্ট করা ছবিতে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী ৷ তবে পাশেই দাঁড়িয়ে থাকা লিয়েন্ডার পেজের চোখ অবশ্য তাঁর লেডিলাভের দিকেই ৷ আবেগঘন এই ছবিতে স্পষ্ট ধরা পড়েছে একে-অপরের প্রতি ভালবাসা ৷ ছবির ক্যাপশনে 41 বছরের অভিনেত্রী লাল হৃদয়-সহ যুগলের ইমোজি ব্যবহার করেছেন ৷ এতেই নেট নাগরিকদের ধারণা, এ ভাবেই নিজেদের সম্পর্কের ঘোষণা করেছেন কিম শর্মা ৷
আরও পড়ুন:Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?
শুধু কিমই নন, এই একই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন লিয়েন্ডার পেজও ৷ যদিও তিনি ক্যাপশনে লিখেছেন, "ম্যাজিক"৷
গত জুলাই মাসে গোয়ার সৈকতে ও রেস্তোরাঁয় এই তারকা জুটির কোয়ালিটি টাইম কাটানোর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর থেকেই শুরু হয় জল্পনা ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুবান্ধবদের নিয়ে রেস্তরাঁয় খেতে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন কিম শর্মা ৷