পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আবার বছর কুড়ি পর' দেখা আবির, তনুশ্রী ও অর্পিতার

রিউনিয়ন নিয়ে তৈরি হতে চলেছে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি 'আবার বছর কুড়ি পর'। অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রবি শাউ, স্বাগতা বসু, আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, দিব্যাশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ ও অরিত্র দত্ত বণিক ।

dfg
fg

By

Published : Mar 13, 2020, 6:27 PM IST

কলকাতা : স্কুল জীবনে ফিরে যেতে কে না চায় । ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া । টিফিনের সময়কার আনন্দ । ছুটির ঘণ্টা বাজলে মজা করতে করতে বাড়ি ফেরা । হাসি, কান্না ও অভিমানে ভরা কত ছোটো ছোটো স্মৃতি রয়েছে স্কুল জীবকে ঘিরে । আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় স্কুল জীবনটা । তারপর বড় হয়ে কাজের চাপে হারিয়ে যায় এক সময়কার প্রিয় বন্ধুরা । সোশাল মিডিয়ার এই যুগে শুধু সম্পর্কটাই রয়ে যায় কোনওরকমে । আর সেই বন্ধুদের সঙ্গে যদি 20 বছর পর দেখা হয় তাহলে পরিস্থিতিটা ঠিক কেমন হবে ? সেটাই এবার ছবিতে তুলে ধরেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত ।

.

রিইউনিয়ন নিয়ে গল্প নতুন কিছু নয় । বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় এই বিষয়ের উপর একাধিক ছবি তৈরি হয়েছে । বহু বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হলে যে উত্তেজনা সবার মধ্যে দেখতে পাওয়া যায় সেটাই তুলে ধরা হয় একাধিক ছবিতে । তবুও রিইউনিয়ন নিয়ে গল্পের প্রতি দর্শকের আকর্ষণ বরাবরের । যে কারণে, বারবার এই বিষয়ের উপর ছবি তৈরি করে চলেছেন পরিচালকরা । ঠিক যেন, 'ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল'। আর এই বিষয় নিয়ে ফের বাংলায় তৈরি হতে চলেছে একটি নতুন ছবি ।

.

রিউনিয়ন নিয়ে তৈরি হতে চলেছে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি 'আবার বছর কুড়ি পর'। ছবিটি প্রযোজনা করছে PSS এন্টারটেনমেন্ট ও প্রমোদ ফিল্মস । সামনে এসেছে ছবিতে চরিত্রদের লুকও ।

.

যেহেতু বন্ধুদের পুনর্মিলনের গল্প, তাই বলাই বাহুল্য যে এই ছবিতে একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে । অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রবি শাউ, স্বাগতা বসু, আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, দিব্যাশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ ও অরিত্র দত্ত বণিক ।

.

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শ্রীমন্ত মুখোপাধ্যায় ও মোনালি সেন চৌধুরি । সংলাপ লেখেন শ্রীমন্ত সেনগুপ্ত । ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রদীপ মুখোপাধ্যায় । সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য ।

.

'আবার বছর কুড়ি পর' আবেগে ভরপুর একটি ছবি । ছবিটি এমনকিছু স্কুলের বন্ধুদের কথা বলে, যারা পরবর্তী জীবনে দৈনন্দিন ডামাডোলে দিন কাটায় । তাঁদের একটি রিইউনিয়ন হয় কুড়ি বছর পর ।

ABOUT THE AUTHOR

...view details