মুম্বই, 14 মার্চ :বব বিশ্বাসের চরিত্রে দর্শকদের মন জয় করার ফের ওটিটি মঞ্চে আসতে চলেছে জুনিয়র বচ্চনের নতুন ছবি 'দাসভি' ৷ এপ্রিলের 7 তারিখে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি (Abhishek Bachchan Dasvi Release Date) ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ৷ অনুরাগীদের উদ্দেশ্যে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিষেকও ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক তুষার জালোটা ৷
এই ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে নিমারাত কৌর এবং ইয়ামি গৌতমকে ৷ 'দাসভি'-র কাহিনি রচনা করেছেন রীতেশ শাহ, সুরেশ নায়ার এবং সন্দীপ লেজেল ৷ গল্পের জন্য় নাম নিতে হবে রাম বাজপেয়ীরও ৷ এছাড়া আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা কবিকুমার বিশ্বাসও এই ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য এবং সংলাপের পরামর্শদাতা হিসাবে ৷