'ভবিষ্য়তের ভূত'-কে ঘিরে জারি প্রতিবাদ
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল 'ভবিষ্যতের ভূত'-কে ফেরানো গেল না প্রেক্ষাগৃহে। এই নিয়ে টালমাটাল অবস্থা পশ্চিমবঙ্গের সিনে জগতে। আজও প্রতিবাদে নামলেন অনীক দত্ত এবং তাঁর টিম। কসবার পিকনিক গার্ডেন অঞ্চলে হয়ে গেল একটি আলোচনা সভা। অনীকের বক্তব্য, দর্শকদের এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি জনসমক্ষে দাবি তোলেন, ছবিটি প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে হবে, তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হবে।
১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় 'ভবিষ্যতের ভূত' এবং মুক্তি পাওয়ার ঠিক পরদিনই পশ্চিমবঙ্গের অধিকাংশ হল থেকে সরিয়ে ফেলা হয় ভবিষ্যতের ভূতের স্ক্রিনিং। দর্শক যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন, হল কর্তৃপক্ষ তাঁদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন বলে জানান। এবং এও জানান যে ছবিটি হল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ হিসেব ছবির সহ-প্রযোজক অ্যাডভোকেট ইন্দিরা জানান, "পুলিশের একটি চিঠি আসার কারণে প্রত্যেকটি হল থেকে নামিয়ে ফেলা হয় ছবিটি।"
আজ কসবায় এসে অনীক দত্ত বলেন, "ছবিটি বিদেশে দেখানোর জন্য আবেদন জানানো হচ্ছে। নেদারল্যান্ডস থেকে আবেদন এসেছে। 'ভবিষ্যতের ভূত' তারা তাদের দেশে দেখাতে চান।"