পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন ড্যানিয়েল কলুয়া - জুডাস অ্যান্ড ব্ল্যাক মশিহা

'জুডাস অ্যান্ড ব্ল্যাক মশিহা'তে ফ্রেড হ্যাম্পটনের চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কলুয়া ৷

ড্যানিয়েল কলুয়া
ড্যানিয়েল কলুয়া

By

Published : Apr 26, 2021, 7:35 AM IST

ওয়াশিংটন, 26 এপ্রিল : গোল্ডেন গ্লোব জেতার পর এবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কলুয়া ৷ 'জুডাস অ্যান্ড ব্ল্যাক মশিহা' ছবিতে পার্শ্ব অভিনেতা হিসাবে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল ৷ অস্কার পাওয়ার পর অভিনেতা বলেন, " দ্য ব্ল্যাক প্যান্থার পার্টি আমায় শিখিয়েছে কী ভাবে নিজেকে ভালবাসতে হয় ৷"

'জুডাস অ্যান্ড ব্ল্যাক মশিহা' আমেরিকার একটি বায়োগ্রাফিক্যাল ছবি যেখানে ড্যানিয়েল কলুয়াকে ফ্রেড হ্যাম্পটনের ভূমিকায় দেখা গিয়েছে ৷ ফ্রেড হ্যাম্পটনের চরিত্রে অভিনয় ড্যানিয়েলকে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা এনে দিয়েছে ৷

কিছুদিন আগেই ড্যানিয়েল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোবও পেয়েছেন ৷

আরও পড়ুন :করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সংগীতশিল্পী রাজন মিশ্র

ABOUT THE AUTHOR

...view details