পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের ফিটনেস ট্রেনারকে ডেট করছেন জ়ারিন ? - Zareen Khan dating her fitness trainer

আব্বাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ়ারিনের একাধিক ছবির রয়েছে । এমনকী, আব্বাসের সঙ্গে জন্মদিনও কাটিয়েছিলেন জ়ারিন । একসঙ্গে ঘুরতেও যান তাঁরা ।

ছবি

By

Published : Oct 24, 2019, 11:39 AM IST

মুম্বই : নিজেকে সিঙ্গল বলে দাবি করেন জ়ারিন খান । তবে শোনা যাচ্ছে নিজের ফিটনেস ট্রেনার আব্বাস আলির সঙ্গে দু'বছর ধরে ডেট করছেন জ়ারিন খান । এমনকী তাঁরা গোয়া ও হিমাচলপ্রদেশের মতো জায়গায় ঘুরতেও যাচ্ছেন বলে শোনা যাচ্ছে ।

আব্বাস আলি 'ফিটনেস বডিহোলিক'-এর কর্ণধার । একাধিক বলিউড সেলেবের ফিটনেস ট্রেনার তিনি । আর এই পেশায় যথেষ্ট সাফল্যও পেয়েছেন তিনি । জ়ারিন খানের ফিটনেস ট্রেনারও তিনি ।

আব্বাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ়ারিনের একাধিক ছবির রয়েছে । এমনকী, আব্বাসের সঙ্গে জন্মদিনও কাটিয়েছিলেন জ়ারিন । একসঙ্গে ঘুরতেও যান তাঁরা । শোনা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস তাঁরা দু'জনেই । পরিবারের সঙ্গে আব্বাসের পরিচয়ও করিয়ে দিয়েছেন জ়ারিন ।

যদিও এটাকে একটা গুজব বলেই উড়িয়ে দিয়েছেন জ়ারিন । তিনি বলেন, "আব্বাস আমার খুব ভালো বন্ধু । বেশিরভাগ সময় আমরা একসঙ্গে কাটাই । আর সেই কারণেই মনে হয় এই গুজব রটেছে ।" তবে এটা গুজব না সত্যি তা তো সময় বলে দেবে । বেশিরভাগ সময়ই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করতে চান না তারকারা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details