লস অ্যাঞ্জেলস : আমেরিকার একটি অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মৌখিক-আক্রমণ করেন একজন পাকিস্তানি মহিলা । তিনি অভিযোগ করেন, তাঁর দেশের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন প্রিয়াঙ্কা ।
পাকিস্তানের বালাকোটে জইস-ই-মহম্মদ (JeM)-র জঙ্গি শিবিরে ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর পর ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন অভিনেত্রী । সেই টুইটের প্রসঙ্গ টেনে ওই পাকিস্তানি মহিলা রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।
পাকিস্তানের জঙ্গি শিবিরে ভারতের হামলার পর 26 ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছিলেন, "#JaiHind #IndianArmedForces"
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিউটিকন লস অ্য়াঞ্জেলসের ভিডিয়োয় দেখা যায়, একটি ইভেন্টে দর্শকদের মধ্যে বসে থাকা একজন পাকিস্তানি মহিলা প্রিয়াঙ্কা চোপড়ার দিকে আঙুল তোলেন ।