মুম্বই : শকুন্তলা দেবী ছিলেন 'মানব কম্পিউটার'। তাঁকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যা বালন । 2020 সালের 8 মে মুক্তি পাবে ছবিটি । আজ ইনস্টাগ্রামে ছবির মুক্তির দির ঘোষণা করেছেন বিদ্যা নিজেই । তাও আবার গণনা করে ।
শকুন্তলা দেবীর নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল । পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সেই 18 বছরের ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি ।
আজ ইনস্টাগ্রামে ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন বিদ্যা । তাও আবার শকুন্তলা দেবীর মতো গণনা করে । একটি ভিডিয়োর মাধ্যমে ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন তিনি । যেখানে বিদ্যা প্রথমে বলেন, আজ থেকে ঠিক 148 দিন পর মুক্তি পাবে 'শকুন্তলা দেবী' ছবিটি । এরপর বিভিন্ন গণনার মাধ্যমেও আসল দিনটি জানানোর চেষ্টা করছিলেন । সব শেষে ইমোজির মাধ্যমে দিন ঘোষণা করেন । সব থেকে বড় বিষয় হল শকুন্তলাদেবীর চরিত্রে অভিনয় করছেন আর তাঁর মতো গণনা করবে না এটা কখনও হয় !
ছবিতে শকুন্তলাদেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন সানিয়া মলহোত্রা । এছাড়াও থাকবেন অমিত সাধ । তবে শকুন্তলাদেবীর চরিত্র বিদ্যা স্ক্রিনে কতটা ফুটিয়ে তুলতে পারলেন তা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।