পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাইরাল ভিডিয়ো ! টাকার হিসেব চেয়ে কর্মচারীকে ধমক দিচ্ছেন সুশান্তের দিদি

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গেল সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিংকে । বাড়ির কর্মচারীর কাছে টাকার হিসেব চেয়ে ধমক দিচ্ছেন তিনি । সঙ্গে রয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ তনওয়ারও ।

sushant's sister scolds staff
sushant's sister scolds staff

By

Published : Aug 15, 2020, 7:47 PM IST

মুম্বই : প্রতিদিন সুশান্তের নতুন নতুন ভিডিয়ো সামনে আসছে । কোনওটাতে দেখা যাচ্ছে সুশান্তকে, আবার কোনওটাতে দেখা যাচ্ছে তাঁর পরিবারের লোক অথবা প্রিয়জনকে । সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এল যেখানে দেখা গেল সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিংকে ।

বাড়ির কর্মচারীর কাছে টাকার হিসেব চেয়ে খুব বকাবকি করছেন প্রিয়াঙ্কা । সঙ্গে রয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ তনওয়ার । রজত নামে এক কর্মচারীকে তিনি ধমক দিচ্ছেন পঙ্কজ নামে প্রাক্তন কর্মীকে টাকা দেওয়ার ব্যাপারে ।

এক ইউটিউব চ্যানেলের সৌজন্যে এই ভিডিয়ো ভাইরাল । দেখে নিন...

কয়েকদিন আগে সুশান্তের আর এক দিদি শ্বেতা সিং কীর্তি ভাইয়ের মামলায় CBI-এর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ।

সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োয় শ্বেতাকে বলতে শোনা গেল যে, "আমরা চাই আপনারা সকলে একজোট হয়ে সুশান্তের জন্য CBI তদন্তের দাবি করুন । সত্যিটা জানার অধিকার আমাদের আছে । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার অধিকার আমাদের আছে ।"

দেখে নিন..

ABOUT THE AUTHOR

...view details