মুম্বই : প্রতিদিন সুশান্তের নতুন নতুন ভিডিয়ো সামনে আসছে । কোনওটাতে দেখা যাচ্ছে সুশান্তকে, আবার কোনওটাতে দেখা যাচ্ছে তাঁর পরিবারের লোক অথবা প্রিয়জনকে । সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এল যেখানে দেখা গেল সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিংকে ।
বাড়ির কর্মচারীর কাছে টাকার হিসেব চেয়ে খুব বকাবকি করছেন প্রিয়াঙ্কা । সঙ্গে রয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ তনওয়ার । রজত নামে এক কর্মচারীকে তিনি ধমক দিচ্ছেন পঙ্কজ নামে প্রাক্তন কর্মীকে টাকা দেওয়ার ব্যাপারে ।
এক ইউটিউব চ্যানেলের সৌজন্যে এই ভিডিয়ো ভাইরাল । দেখে নিন...