পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অন্যভাবে জন্মদিন কাটালেন ভিকি - vicky has a quiet birthday amid lockdown

এবারের জন্মদিনটা একদম অন্যভাবেই কাটল ভিকির । এই বিশেষ দিনটা কাটালেন শুধুমাত্র পরিবারের সঙ্গেই ।

sdf
sdf

By

Published : May 16, 2020, 3:27 PM IST

মুম্বই : আজ 32 বছরে পড়লেন অভিনেতা ভিকি কৌশল । কিন্তু, এবারের জন্মদিনটা একদম অন্যভাবেই কাটল তাঁর । এই বিশেষ দিনটা কাটালেন শুধুমাত্র পরিবারের সঙ্গে ।

এর আগে ভিকি বলেছিলেন, "এবারের জন্মদিনটা একেবার অন্যরকম । জাঁকজমকহীন ভাবে কাটবে । শুধুমাত্র পরিবারের সঙ্গেই দিনটি কাটবে । ভিডিয়ো কলে কয়েকজন বন্ধুর সঙ্গেই আড্ডা মারব ।"

পরিবারের মূল্য তাঁর কাছে কতটা, এই লকডাউনে তা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা । তিনি বলেন, "এখন থেকে তাঁদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করব। লকডাউন উঠলে যত ব্যস্তই থাকি না কেন আমি তাঁদের সঙ্গে সময় কাটাব । তাঁদের সঙ্গে খাবার খাব, কথা বলব । ব্যস্ততার জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো হচ্ছে না একথা বলব না ।"

তিনি আরও বলেন, "একসময় ছিল যখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না । তখন ভিডিয়ো কল বা সেলফি সম্পর্কে কারও ধারণাই ছিল না । সেই সময় কোনও অনুষ্ঠান পালনের বিষয়টি কৃত্রিম ছিল না কারণ তখন আমরা সোশাল মিডিয়ার জন্য ফোটো তুলতে ব্যস্ত ছিলাম না ।"

'ভূত পার্ট ওয়ান : দা হান্টেড শিপ'-এ শেষ দেখা গেছে ভিকিকে । ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল এই ছবি । এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে সুজিত সরকারের 'সর্দার উধম সিং', করণ জোহরের 'তখত' এবং মেঘনা গুলজ়ারের 'সাম' । আর 'উরি'-র পরিচালক আদিত্য ধরের পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details