পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা - hospital

আজ মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা ।

বিদ্যা সিনহা

By

Published : Aug 15, 2019, 3:15 PM IST

Updated : Aug 16, 2019, 3:03 PM IST

মুম্বই : প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা । 'রজনীগন্ধা', 'ছোটি সি বাত'-র মতো ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেত্রী ফুসফুস ও হৃদরোগের কারণে মারা যান ।

তাঁর বয়স হয়েছিল 71 বছর । শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে জুহুর একটি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । কিন্তু অবস্থার কোনও উন্নতি হয় না । দুপুর একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ধারাবাহিক 'কুলফি কুমার বাজেওয়ালা'-তে বিশিষ্ট ভূমিকায় অভিনয় করেন তিনি । অসুস্থতার কারণে তিনি ধারাবাহিকে অভিনয় করতে পারেননি । তবে মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তিনি ফের অভিনয় শুরু করেছিলেন ।

1970-1980 সালের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিদ্যা সিনহা । তিনি কমার্শিয়াল ও অল্টারনেট উভয় ধরনের ছবিতেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে অভিনয় করে গেছেন । যেকোনও চরিত্রের অভিনয় করেই প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা । পাশাপাশি হালকা, রোম্যান্টিক ছবিতে শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি ।

তাঁর জনপ্রিয় ছবিগুলির মধ্য়ে রয়েছে 'হাওয়াস', 'মেরা জীবানা', ক্রাইম থ্রিলার 'ইনকার', 'কিতাব', 'পতি পত্নি অর উয়ো', বাসু চ্যাটার্জির পরিচালনায় 'সফেদ ঝুঠ', 'সবুত', 'লাভ স্টোরি', 'জোশ' ও সলমন খানের 'বডিগার্ড' ।

অনেক ধারাবাহিকেও প্রবীণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা । যেমন- 'কাব্যঞ্জলি', 'হার জিত', 'কুবুল হ্যায়', 'ইষ্ক কা রং সফেদ', 'চন্দ্র নন্দিনী' এবং শেষ 'কুলফি কুমার বাজেওয়ালা' ।

1947 সালের 15 নভেম্বর মুম্বইতে প্রযোজক রানা প্রতাপ সিংয়ের ঘরে জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা । তিনি একজন মডেল হিসাবে কর্মজীবন শুরু করেন । মিস বম্বে প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি । তারপরই পরিচালক বাসু চ্যাটার্জির নজরে আসেন ।

1974 সালে 'রাজা কাকা'-তে অভিনয় করে বলিউডে পথ চলা শুরু করলেও বাসু চ্যাটার্জির 'রজনীগন্ধা'-র পরই দর্শকদের মনে স্থায়ী জায়গা বানিয়ে ফেলেন । 'ইনকার' ছবিতে অভিনেতা বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করেন তিনি ।

1968 সালে ভেঙ্কটেশরন আইয়ারের সঙ্গে বিয়ে করেন বিদ্যা । 1996 সালে আইয়ারের মৃত্যুর পর বিদ্যা কিছু সময়ের জন্য অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজেকে । এরপর নেতাজি বি সালুঙ্খে নামে একজন ডাক্তারের সঙ্গে মন্দিরে বিয়ে করেন তিনি ।

তাঁরা দু'জনে আন্ধেরি ওয়েস্টে একটি ফ্ল্যাটে থাকতেন । বিয়ের কিছুদিন পরই স্বামী টাকা চেয়ে তাঁর উপর অত্যাচার করেন বলে অভিযোগ করেন বিদ্যা । পরে ওই মামলাতে জিতেও যান তিনি ।

Last Updated : Aug 16, 2019, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details