পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমি আরও একটু সাবধান হতে পারতাম"

মেনে নিলেন বরুণ ধাওয়ান । সোশাল মিডিয়া পোস্ট করে সবাইকে অতিরিক্ত সাবধানে থাকার পরামর্শও দিলেন অভিনেতা ।

Varun Dhawan covid postive
Varun Dhawan covid postive

By

Published : Dec 7, 2020, 12:12 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত বরুণ ধাওয়ান । এই খবর এখন কমবেশি সকলের জানা হয়ে গেছে । এবার বরুণ নিজে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পোস্ট । দিলেন একটি স্বীকারোক্তি ।

বরুণ জানালেন যে, যাবতীয় সতর্কতা মেনেই কাজ করছিলেন । তবুও আজ তিনি কোরোনা আক্রান্ত । আরও একটু সাবধান হলে হয়তো এটা ঘটত না...মেনে নিলেন অভিনেতা ।

'যুগ যুগ জিও'-র শুটিং করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছেন বরুণ । সঙ্গে নীতু কাপুও কোরোনা পজ়িটিভ । তাই চণ্ডীগড় ছেড়ে আপাতত মুম্বইতেই ফিরে এসেছে ছবির পুরো টিম ।

বরুণ আর নীতু ছাড়াও 'যুগ যুগ জিও'-তে অভিনয় করেছেন কিয়ারা আদবানী, অনিল কাপুর ও প্রজাক্তা কোলি । এঁরা তিনজনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ।

দেখে নিন বরুণের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details