মুম্বই : কখনও বড়দের হাত ধরে ঘুরে বেড়িয়েছেন । আবার খেলাধুলোয় মেতেছেন বন্ধুদের সঙ্গে । জুহু বিচ মানেই বরুণ ধাওয়ানের কাছে একঝাঁক স্মৃতি । জুহু বিচ মানেই ভালোলাগা, ভালোবাসা । মন টানলেও সেই জুহু বিচেই যেতে পারছেন না তিনি । কারণ লকডাউন চলছে যে ।
কোরোনা আতঙ্কের জেরে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের একাধিক তারকা । বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । এই পরিস্থিতির মধ্যে গৃহবন্দী বরুণও । যেতে পারছেন না জুহু বিচেও । এই সমুদ্র সৈকতের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অনেক স্মৃতি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । যেখানে তুলে ধরা হয়েছে দীগন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের ছবি । ভিডিয়োর ক্যাপশনে বরুণ লেখেন, "জুহু বিচ । ছেলেবেলার বেশিরভাগ সময় এখানেই খেলাধুলো করে কাটিয়েছি । কিন্তু, এখন সেখানে যেতে পারছি না । জলের মধ্যে হাতও দিতে পারছি না । আমার বিশ্বাস প্রকৃতি খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে ।"