মুম্বই : আয়ুষ্মান খুরানা । বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে তিনি অন্যতম । ছকভাঙা ছবিতে কাজ করতে অত্যন্ত সাবলীল তিনি । বক্স অফিস থেকে ভালোই আয় করছে তাঁর ছবিগুলি । কখনও মহিলার চরিত্রে আবার কখন সমকামী প্রেমিকের চরিত্রে সিলভার স্ক্রিনে ধরা দিয়েছেন তিনি । যদিও অভিনয় জগতে পা রাখার আগে তাঁর দিনগুলি মোটেও সুখকর ছিল না । অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে । এক সময় ট্রেনে গান গেয়ে পয়সা রোজগার করতেন তিনি । সম্প্রতি একটি অনুষ্ঠান একথা জানান তিনি নিজেই ।
বলিউডে তাঁর পরিচিত বলে কেউই নেই । গানের প্রতি তাঁর ঝোঁক ছিল ছোটো থেকেই । সেখান থেকেই ট্রেনে গান গাওয়া শুরু করেন আয়ুষ্মান । সিনেমা দেখতে যাওয়ার সময় পশ্চিম এক্সপ্রেসে চড়তেন । ট্রেনের মধ্যেই শুরু করতেন গান । গানের শেষে যাত্রীদের থেকে পয়সা নিতেন । গন্তব্যে ট্রেন পৌঁছানোর আগে বেশ ভালোই টাকা উপার্জন করে ফেলতেন তিনি । আর এভাবে ট্রেনে গান গেয়ে নিজের গোয়া ঘোরার টাকাও সংগ্রহ করে ফেলেছিলেন । বলেন, "আমি একজন ট্রেন্ড সিংগার, কারণ ট্রেনে গান গাইতাম ।"
'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি । যাকে ছকভাঙা ছবি বলা যেতেই পারে । যদিও ওই ছবিতে অভিনয়ের আগে অন্তত পাঁচ থেকে ছয়টি ছবির অফার এসেছিল তাঁর কাছে । ছবিগুলির বিষয়বস্তু ভালো লাগেনি তাঁর । তাই সেগুলি বাতিল করে দেন । চেয়েছিলেন এমন একটি ছবিতে অভিনয় করবেন যা সবার মন ছুঁয়ে যায় । আর সেটাই হয়েছিল 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে । এভাবেই নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি ।