পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোনু সুদের নামে মন্দির তেলাঙ্গানায়

সিদ্দিপেটের ডাব্বা তান্ডা গ্রামের স্থানীয় বাসিন্দারা স্থানীয় প্রশাসনের সহায়তায় সোনুর নামে একটি মন্দির তৈরি করেছেন । সেখানে গতকাল সোনুর মূর্তি স্থাপন করা হয় ।

asd
asd

By

Published : Dec 21, 2020, 8:02 AM IST

সিদ্দিপেট (তেলাঙ্গানা) : কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বাস, ট্রেন ও বিমানের ব্যবস্থা করা । আবার কখনও অনলাইল ক্লাসের জন্য পড়ুয়াদের সাহায্য করা । কারও চিকিৎসার খরচ দেওয়া তো কখনও ছেলেকে তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে দেওয়া । কোরোনা পরিস্থিতির মধ্যে এইসব কাজের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন সোনু সুদ । আর ধীরে ধীরে রিল লাইফের খলনায়ক ইমেজ ঝেড়ে রিয়েল লাইফের নায়ক হয়ে উঠেছেন । এভাবেই দেশের সব প্রান্তের মানুষের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন । বাদ যায়নি তেলাঙ্গানাও । আর এবার তাঁকে সম্মান জানাতে রাজ্যে তৈরি করা হল মন্দির ।

সিদ্দিপেটের ডাব্বা তান্ডা গ্রামের স্থানীয় বাসিন্দারা স্থানীয় প্রশাসনের সহায়তায় সোনুর নামে একটি মন্দির তৈরি করেছেন । সেখানে গতকাল সোনুর মূর্তি স্থাপন করা হয় । লোকগীতির মাধ্যমে এই মন্দির উদ্বোধন করেন স্থানীয় মহিলারা ।

এই মন্দির স্থাপন প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য গিরি কোন্ডাল রেড্ডি বলেন, "কোরোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সোনু সুদ । আর সেই সব কাজের মাধ্যমেই তাঁকে আমরা ভগবানের আসনে বসিয়েছি । তার জন্যই তাঁর নামে মন্দির স্থাপন করা হল ।"

সোনু সুদের নামে মন্দির তেলাঙ্গানায়

সোনুর এই মূর্তি তৈরি করেছেন মধুসূদন পাল । এ প্রসঙ্গে তিনি বলেন, "সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা । আর সেই কাজের মাধ্যমেই সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি । আমি তাঁকে উপহার দেওয়ার জন্য একটি ছোটো মূর্তি তৈরি করেছি ।" আর মন্দির উদ্বোধন হওয়ার পর স্থানীয়দের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেন সোনু ।

ABOUT THE AUTHOR

...view details