পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোয়ারানটিনে বিহারের তদন্তকারী অফিসার, কী বললেন কঙ্গনা ও সুশান্তের দিদি ?

মুম্বই নামার সঙ্গে সঙ্গেই পটনার SP বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় BMC-র তরফে । যা ভালোভাবে নেননি অনেকেই । এর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন কঙ্গনা ও সুশান্তের দিদি শ্বেতা ।

োে্
োে্

By

Published : Aug 3, 2020, 7:00 PM IST

মুম্বই : 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । এরপরই তদন্তের জন্য মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । সেই টিমকে নেতৃত্ব দিতে গতকাল মুম্বই পৌঁছান পটনার SP বিনয় তিওয়ারি । এদিকে মুম্বই নামার সঙ্গে সঙ্গেই তাঁকে জোর করে কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় BMC-র তরফে । যা ভালোভাবে নেননি অনেকেই ।

এ প্রসঙ্গে টুইটারে কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে লেখা হয়, "এটা কি ? গুন্ডা রাজ ? আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই, যদি সুসান্ত সিং রাজপুতের হত্যাকারীকে খুঁজে পাওয়া না যায় তাহলে মুম্বইতে কোনও আউটসাইডারই নিরাপদে থাকতে পারবেন না । অভিযুক্তরা আরও শক্তিশালী হয়ে উঠবে । দয়া করে এই ঘটনায় হস্তক্ষেপ করুন ।"

কঙ্গনার টিমের টুইট

তবে শুধু কঙ্গনাই নন । বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে পাঠানোর ঘটনায় খুশি নন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তিও । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "কি ? কীভাবে একজন অন ডিউটি অফিসারকে 14 দিনের জন্য কোয়ারানটিনে পাঠানো হল ?"

শ্বেতার পোস্ট

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । যদিও তাঁর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । আর তা জানার চেষ্টা করছে মহারাষ্ট্র পুলিশ । যদিও ঘটনার পর দেড় মাস হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কারণ জানা যায়নি । ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের পরিবারের সদস্যরা । আর সেই কারণেই রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 25 জুলাই রাজীব নগর থানায় FIR দায়ের করেন কে কে সিং ।

তার ভিত্তিতে তদন্ত শুরু করতে বিহার থেকে মুম্বই পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল ওই টিম । বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করে তারা । এরই মধ্যে ওই টিমকে নেতৃত্ব দিতে গতকাল বিহার থেকে মুম্বই পৌঁছন বিনয় তিওয়ারি । কিন্তু, তড়িঘড়ি 15 অগাস্ট পর্যন্ত কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details