পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হলে 'লক্ষ্মী বম্ব' দেখতে পারবেন না, হতাশ তাপসী

'লক্ষ্মী বম্ব' হলে মুক্তি পাবে না বলে হতাশ হয়ে পড়েছেন তাপসী । আজ টুইটারে ট্রেলারটি শেয়ার করেন অক্ষয় । সেটিকে পুনরায় টুইট করে তাপসী লেখেন, "থিয়েটারে এই ছবি দেখতে পাব না, এটা ভেবেই আমি হতাশ হয়ে পড়েছি ।"

sdf
dszf

By

Published : Oct 9, 2020, 5:09 PM IST

Updated : Oct 9, 2020, 5:44 PM IST

মুম্বই : আজই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি অভিনীত ছবি 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলার । যদিও ট্রেলার দেখার পর হতাশ হয়ে পড়েছেন তাপসী পান্নু ।

ট্রেলারে বিভিন্ন লুকে দেখা গিয়েছে অক্ষয়কে । সাধারণ এক পুরুষ থেকে কীভাবে তিনি বৃহন্নলায় পরিণত হয়েছেন তা তুলে ধরা হয়েছে ট্রেলারে । ছবিতে একেবারে নয়া লুকে ধরা দেবেন তিনি । গত বছর ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসিত হয়েছিল অক্ষয়ের লুক । হিন্দির পাশাপাশি বাংলা ছবির একাধিক তারকা তাঁর লুকের প্রশংসা করেছিলেন । তবে হলের পরিবর্তে 9 নভেম্বর ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ছবিটি হলে মুক্তি পাবে না বলে হতাশ হয়ে পড়েছেন তাপসী । আজ টুইটারে ট্রেলারটি শেয়ার করেন অক্ষয় । সেটিকে পুনরায় টুইট করে তাপসী লেখেন, "থিয়েটারে এই ছবি দেখতে পাব না, এটা ভেবেই আমি হতাশ হয়ে পড়েছি ।"

টুইটারে তাপসীকে এর জবাব দিয়ে অক্ষয় লেখেন, "তুমি একা নও...কিন্ত, শো চালিয়ে যেতে হবে । ট্রেলারটিকে ভালোবাসার জন্য ধন্যবাদ ।"

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ ছিল সিনেমা হল । সব বিধিনিষেধ মেনে 15 অক্টোবর খুলছে হলের দরজা । তবে কোরোনা পরিস্থিতির মধ্যে সেখানে দর্শক সংখ্যা কতটা হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছবি নির্মাতারা । আর সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁরা ছবি মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন বলে অনুমান সিনে প্রেমীদের ।

তবে শুধু 'লক্ষ্মী বম্ব' নয় । কোরোনা পরিস্থিতির মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'কুলি নম্বর 1', 'দুর্গাবতী' ও 'ছলাং'-এর মতো ছবিও ।

Last Updated : Oct 9, 2020, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details