মুম্বই : এই দেশে CAA বা NRC-র কী প্রয়োজন রয়েছে ? প্রশ্ন তুললেন স্বরা । এই দেশকে নিয়ে গান্ধিজির যে স্বপ্ন ছিল, সেই আদর্শের সমর্থনে আজ দেশের হাজার হাজার মানুষ প্রতিবাদী হয়েছে, তাঁদের শুধুমাত্র 'বিরোধী' তকমা দিয়ে দেওয়া উচিত নয়, মত স্বরার ।
স্বরা বললেন, "এই দেশে CAA ও NRC-র কোনও প্রয়োজন নেই । যদি এই সিস্টেমের মধ্যে থেকে আদনান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে অন্যান্য হিন্দু রিফিউজিদের নাগরিকত্ব দিতে কী সমস্যা ? কেন সংবিধানের পরিবর্তন করতে হবে ?"
আরও পড়ুন : ক্রান্তি ময়দানে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ফারহান