পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল, জানালেন সুজ়ান খান

শোনা গিয়েছিল কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুজ়ান খান সহ 34 জন তারকাকে । যদিও বিষয়টি একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন তিনি ।

sd
asd

By

Published : Dec 23, 2020, 5:15 PM IST

মুম্বই : কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল গায়ক গুরু রণধাওয়া, সুজ়ান খান ও প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না সহ 34 জন তারকা । পরে জামিনে ছাড়া পান তাঁরা । গতকালই প্রকাশ্যে এসেছিল এই খবর । যদিও গ্রেপ্তারের বিষয়টি একেবারেই সঠিক নয় বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন সুজ়ান ।

সোমবার রাতের ঘটনার কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সুজ়ান । লেখেন, "জে ডব্লু ম্যারিয়টের ড্রাগনফ্লাই ক্লাবে আমি আমার কাছের বন্ধুর জন্মদিনের নৈশভোজে গিয়েছিলাম । সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল । ভোররাত আড়াইটে নাগাদ পুলিশ ক্লাবে ঢোকে । পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলাকালীন সকলকে অপেক্ষা করতে বলা হয় । প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা চলে । সকাল ছ'টা নাগাদ আমরা বাইরে বের হওয়ার অনুমতি পাই । সংবাদমাধ্যমে ছড়ানো আমার গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল ও দ্বায়িত্বজ্ঞানহীন ।"

তিনি আরও লেখেন, "আমি জানি না কেন আমাদের সেখানে অতক্ষণ অপেক্ষা করতে বলা হল আর পুলিশের সঙ্গে ক্লাবের কী সম্পর্ক, কেনই বা তারা সেখানে গিয়েছিল ।" তবে এই কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীর খেয়াল রাখার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

ব্রিটেনে কোরোনাভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া যাওয়ার পরই সংক্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয় মহারাষ্ট্র সরকার । 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে রাতে সাত ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে । রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে এই কারফিউ । ফলে ওই সময় বন্ধ রাখতে হবে ক্লাবগুলিকে ।

আরও পড়ুন : কোরোনা বিধি না মানার অভিযোগে গ্রেপ্তার রায়না, সুজ়ান সহ 34

আর এই পরিস্থিতির মধ্যেই সোমবার রাতের দিকে ড্রাগনফ্লাই ক্লাবে তল্লাশি চালানো হয় । তখনই কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই 34 জনকে । যদিও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন সুজ়ান ।

ABOUT THE AUTHOR

...view details