দিল্লি : মা হিসেবে গর্বিত গৌরী খান । ইনস্টাগ্রামে পোস্ট করলেন মেয়ের কলেজের অনুষ্ঠানের একটি ছবি ও ভিডিয়ো । ছবিতে প্যাস্টেল রঙের শার্টে সুন্দর লাগছে সুহানাকে । সুহানার কলেজের লাঞ্চ ডেটের ছবি এটি । ক্যাপশনে লেখা, "আর্ডিংলিতে লাঞ্চ.. গ্র্যাজুয়েশন" ।
গ্র্যাজুয়েট শাহরুখ-কন্যা সুহানা, পেলেন অ্যাওয়ার্ডও - college
দু'দিন আগেই বন্ধুদের সঙ্গে ছবি দেওয়া নিয়ে ট্রোলড হতে হয়েছিল । দেওয়া হয়েছিল ভারতীয় সংস্কৃতি নষ্ট করার দোষও । তবে তিনি এখন গ্র্যাজুয়েট । ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন শাহরুখ ও গৌরীর মেয়ে সুহানা খান । পেলেন 'এক্সেপশনাল কনট্রিবিউশন টু ড্রামা' অ্যাওয়ার্ডও ।
গৌরী একটি ভিডিয়োও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, নাটকে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার হিসেবে রাসেল কাপ পেয়েছেন । ক্যাপশনে লেখা, "নাটকে উল্লেখযোগ্য অবদানের জন্য রাসেল কাপ" । ছবি নির্মাতা করণ জোহর গৌরীর পোস্টে কমেন্ট করেছেন, "খুব গর্বিত" । বলিউড টাউনের স্টার কিড সুহানা । ভগ ম্যাগাজ়িনের কভারে এসে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ।
তবে দু'দিন আগেই ট্রোলড হতে দেখা গেছে কিং খানের মেয়ে সুহানাকে । ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে ছবি দিয়েই যত বিপত্তি । ছবিতে সুহানার বন্ধুদের শুধু হাফ প্যান্ট পরে থাকতে দেখা গেছে । আর এই কারণেই ট্রোলড হতে হয় সুহানাকে । অনেককে বলতে শোনা যায়, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে সুহানা । কেউ কেউ বলেন, বাবার টাকা নষ্ট করে পার্টি করছেন ।