শ্রীদেবীর স্বামী বনি কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর ও অনিল কাপুর প্রয়াত অভিনেত্রীর জন্য পুজো রাখেন। সূত্রের খবর অনুযায়ী, মায়লাপুর বাংলোয় ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনদের উপস্থিতিতে এই পুজো সম্পন্ন হয়।
শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য়ে পুজো রাখলেন তাঁর পরিবার
ঠিক একবছর আগে শ্রীদেবীর আকস্মিক মৃত্য়ুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। গতবছরের ২৪ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্য়াগ করেছিলেন শ্রীদেবী। প্রথম মৃত্য়ুবার্ষিকী উপলক্ষ্য়ে এক পুজোর আয়োজন করা হয়েছিল তাঁর পরিবারের পক্ষ থেকে।
sridevi
দুবাইয়ে পরিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে আকস্মিকভাবেই মৃত্য়ু হয় অভিনেত্রীর। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। ভারতীয় সিনেমায় অবদানের জন্য় জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সন্মানে ভূষিত হয়েছিলেন তিনি।