পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sooryavanshi Box Office Collection : বক্স অফিস শাসন আক্কি-রোহিতের, 2 দিনেই 50 কোটির ঘরে সূর্যবংশী - অক্ষয় কুমার

অক্ষয়, ক্যাটরিনা ছাড়াও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের তৃতীয় ছবিতে ক্য়ামিও অ্যাপিয়ারেন্সে রয়েছেন রণবীর সিং, অজয় দেবগণ ৷ অর্থ্যাৎ, তাঁর কপ ইউনিভার্সের প্রথম দুই ছবির হিরোকে এই ছবিতে জনপ্রিয়তার কারণে ব্যবহার করেছেন রোহিত ৷

Sooryavanshi Box Office Collection
বক্স অফিস শাসন আক্কি-রোহিতের, 2 দিনেই 50 কোটির ঘরে সূর্যবংশীর

By

Published : Nov 7, 2021, 5:02 PM IST

Updated : Nov 7, 2021, 5:49 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর : মাল্টিপ্লেক্স, সিনেমা হলের দিন নাকি কার্যত শেষ ৷ করোনা পরবর্তী সময়ে সিনেমা বেঁচে থাকবে ওটিটি'র হাত ধরেই ৷ অতিমারি আবহে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ডুবে থাকা সিনেপ্রেমী দর্শকদের একাংশ এমন সম্ভাবনায় সায় দিয়েছিল ৷ অক্ষয় কুমার-রোহিত শেট্টির দিওয়ালি রিলিজ 'সূর্যবংশী' সেই সকল সম্ভাবনার গালে যেন সপাটে চড় ৷ ডিজিটালের দাপট রুখে মাল্টিপ্লেক্স, সিনেমা হলগুলোকে চাঙ্গা করার দায়িত্ব যেন একার কাঁধেই তুলে নিল সূর্যবংশী ৷

বক্স অফিসকে অক্সিজেন দিয়ে মাত্র 2 দিনেই কোটির হাফসেঞ্চুরি করে ফেলল রোহিত শেট্টি পরিচালিত কপ (COP) সিরিজের তৃতীয় ছবি ৷ দিওয়ালির পরদিন মুক্তি পাওয়া আক্কি-ক্যাট (ক্যাটরিনা) অভিনীত এই ছবি প্রথমদিনেই চেনা চিত্রটা ফিরিয়ে এনেছিল বক্স অফিসের ৷ প্রথমদিন 26.29 কোটির পর ভাইফোঁটার দিনেও বক্স অফিসে 23.85 কোটির ব্যবসা করল পরিচালক রোহিত শেট্টির এই অ্যাকশন ড্রামা ৷

ফিল্ম সমালোচক তরণ আদর্শ সূর্যবংশীর এই সাফল্যকে 'অভূতপূর্ব' আখ্যা দিয়েছেন ৷ একইসঙ্গে রবিবারের পর সংখ্যাটা 75 কোটি পেরিয়ে যাওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন : অনলাইনে খাবার না পেয়ে টুইটারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ, নেটাগরিকদের ট্রোলের শিকার প্রসেনজিৎ

অক্ষয়, ক্যাটরিনা ছাড়াও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের তৃতীয় ছবিতে ক্য়ামিও অ্যাপিয়ারেন্সে রয়েছেন রণবীর সিং, অজয় দেবগণ ৷ অর্থ্যাৎ, তাঁর কপ ইউনিভার্সের প্রথম দুই ছবির হিরোকে এই ছবিতে জনপ্রিয়তার কারণে ব্যবহার করেছেন রোহিত ৷ ছবিটি নিয়ে ফিল্ম সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া দিলেও সূর্যবংশীর বক্স অফিস সাফল্য করোনা পরবর্তী সময় সিনেমা অর্থনীতিকে চাঙ্গা করতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সে বিষয়ে সন্দেহ নেই ৷ এদিকে পঞ্জাবের হোশিয়ারপুরে সূর্যবংশীর প্রদর্শন বন্ধ করল কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সরব একদল কৃষক ৷

Last Updated : Nov 7, 2021, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details