নয়াদিল্লি, 7 নভেম্বর : মাল্টিপ্লেক্স, সিনেমা হলের দিন নাকি কার্যত শেষ ৷ করোনা পরবর্তী সময়ে সিনেমা বেঁচে থাকবে ওটিটি'র হাত ধরেই ৷ অতিমারি আবহে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ডুবে থাকা সিনেপ্রেমী দর্শকদের একাংশ এমন সম্ভাবনায় সায় দিয়েছিল ৷ অক্ষয় কুমার-রোহিত শেট্টির দিওয়ালি রিলিজ 'সূর্যবংশী' সেই সকল সম্ভাবনার গালে যেন সপাটে চড় ৷ ডিজিটালের দাপট রুখে মাল্টিপ্লেক্স, সিনেমা হলগুলোকে চাঙ্গা করার দায়িত্ব যেন একার কাঁধেই তুলে নিল সূর্যবংশী ৷
বক্স অফিসকে অক্সিজেন দিয়ে মাত্র 2 দিনেই কোটির হাফসেঞ্চুরি করে ফেলল রোহিত শেট্টি পরিচালিত কপ (COP) সিরিজের তৃতীয় ছবি ৷ দিওয়ালির পরদিন মুক্তি পাওয়া আক্কি-ক্যাট (ক্যাটরিনা) অভিনীত এই ছবি প্রথমদিনেই চেনা চিত্রটা ফিরিয়ে এনেছিল বক্স অফিসের ৷ প্রথমদিন 26.29 কোটির পর ভাইফোঁটার দিনেও বক্স অফিসে 23.85 কোটির ব্যবসা করল পরিচালক রোহিত শেট্টির এই অ্যাকশন ড্রামা ৷