মুম্বই : সোনু সুদের এখন এক নতুন পরিচয় হয়েছে দেশজুড়ে । তিনি নাকি মসিহাঁ, অর্থাৎ রক্ষাকর্তা । তবে সবার আগে সোনু একজন অভিনেতা । আর অভিনেতাদের শরীরচর্চা তো মাস্ট । শো বিজ়নেসে থাকতে গেলে শরীরটাকে তো রাখতে হবে ।
ফিটনেস ফ্রিক সোনুর ওয়ার্কআউটের ভিডিয়ো দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের । সোজা দাঁড় করানো একটা রড ধরে উপরের দিকে পা তুলে শূন্যে ভাসছেন সোনু । এক-দু'সেকেন্ডের জন্য নয়, পুরো কুড়ি সেকেন্ড ধরে ওভাবেই রইলেন অভিনেতা ।