পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কার্গিলে শুটিংয়ে গিয়ে আহত সিদ্ধার্থ - বলিউড

কার্গিলে 'শেরশাহ' ছবির শুটিংয়ে গিয়ে চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্র।

Sidharth Malhotra gets injured

By

Published : Sep 17, 2019, 10:46 PM IST

মুম্বই : কার্গিলের পার্বত্য এলাকায় বাইকে চালাতে গিয়ে আহত সিদ্ধার্থ। সেখানে চলছেন বিষ্ণুবর্ধন পরিচালিত 'শেরশাহ'-এর শুটিং। তবে চোট নিয়ে শুটিং শেষ করেন অভিনেতা। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

সিদ্ধার্থ IANS-কে বলেন, "আমি যেহেতু রাস্তায় পড়ে গেছি, তাই সংক্রমণের একটা ভয় ছিল। আমার সম্পূর্ণ সারতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ছবির শিডিউল আর কাজের পরিমাণ দেখে মনে হয় না আমি সেই সময়টা পাব।"

তবে আশাবাদী সিদ্ধার্থ। তিনি বলেন, "দুর্ঘটনা এভাবেই ঘটে। হয়তো শিডিউলে একটু বাধা পড়তে পারে, তবে তার বেশি কিছু হবে না। আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমি একেবারে ঠিক হয়ে যাব।"

1999 সালে কার্গিলের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন বিক্রম বত্রা। তাঁর জীবন অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে সিদ্ধার্থ ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানী।

ABOUT THE AUTHOR

...view details