মুম্বই : কার্গিলের পার্বত্য এলাকায় বাইকে চালাতে গিয়ে আহত সিদ্ধার্থ। সেখানে চলছেন বিষ্ণুবর্ধন পরিচালিত 'শেরশাহ'-এর শুটিং। তবে চোট নিয়ে শুটিং শেষ করেন অভিনেতা। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।
সিদ্ধার্থ IANS-কে বলেন, "আমি যেহেতু রাস্তায় পড়ে গেছি, তাই সংক্রমণের একটা ভয় ছিল। আমার সম্পূর্ণ সারতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ছবির শিডিউল আর কাজের পরিমাণ দেখে মনে হয় না আমি সেই সময়টা পাব।"