পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'নিকম্মা'-তে নতুন রূপে দেখা যাবে শিল্পাকে - comeback

13 বছর পর ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শিল্পা শেট্টিকে । সাংবাদিকদের জানালেন একেবারে নতুন রূপে ছবিতে দেখা যাবে তাঁকে । সব কিছু নতুন । তাই তিনি বেশ উত্তেজিত । জানালেন, সব কিছু উপভোগও করছেন তিনি ।

শিল্পা শেট্টি

By

Published : Aug 5, 2019, 7:33 PM IST

Updated : Aug 5, 2019, 8:16 PM IST

মুম্বই : 'নিকম্মা'-তে একেবারে নতুন রূপে আসবেন অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা । সম্প্রতি সংবাদমাধ্যমকে নিজে এই বিষয়ে জানালেন অভিনেত্রী । 13 বছর পর মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে ।

শিল্পা বলেন, "তাড়াতাড়িই ছবির শুটিং শুরু করব আমি । এখন ছবির জন্য পড়াশোনা করছি । অন্যভাবে নিজেকে তৈরি করছি । আমার কাছে পুরোটাই নতুন । প্রসেসটা উপভোগ করছি । নিকম্মার স্ক্রিপ্ট আমার খুব পছন্দ হয়েছে ।" ছবিটি রোম্যান্টিক কমেডি । শিল্পা ছাড়াও 'নিকম্মা'-তে দেখা যাবে অভিমন্য়ু দসানি ও শিরলে সেটিয়াকে । ছবির পরিচালনা করছেন সাব্বির খান ।

শিল্পা আরও বলেন, "ছবির পরিচালক সাব্বির খান আমাকে অন্য রূপে ছবিতে উপস্থাপিত করবেন বলে আমার মনে হয় । আমি এই বিষয়ে খুবই উত্তেজিত ।"

13 বছর পর ফিরে কেমন লাগছে জানতে চাওয়ায় তিনি বলেন, "আমার মনে হয় একজন অভিনেতা চিরকাল অভিনেতাই থাকেন । একবার তুমি রক্তের স্বাদ পেলে, সেটা থেকে বেশিদিন দূরে থাকতে পারবে না ।"

বড় পরদা থেকে দূরে থাকলেও লাইমলাইট থেকে কখনও সরেননি শিল্পা । তাঁর তৈরি ফিটনেস অ্যাপে প্রতিদিন "স্বয়াস্থ রহো, মস্ত রহো"-র রেসিপি পোস্ট করেন অভিনেত্রী ।

কী বললেন শিল্পা দেখে নিন ভিডিয়োয়

মুম্বইয়ের একটি প্রসাধনীর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের শিল্পা বলেন, "যোগ ব্যায়াম ও ফিটনেস আমার জীবনের অংশ হয়ে গেছে । আমাকে কোনও পরিশ্রম করতে হয় না এটা করার জন্য । আত্মসংরক্ষনের জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি । আমি যোগ ব্যায়াম করার সুপারিশ করি কারণ মানসিক ও শারীরিক উন্নতির জন্য এটাই সামগ্রিক উপায় ।"

2020 সালে নিকম্মা দেশের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাবে ।

Last Updated : Aug 5, 2019, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details