পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন শাহরুখ - bollywood

ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে দেখা গেল বলিউডের কিং খানকে । ইয়াটে করে ঘোরার ভিডিয়োয় শেয়ার করলেন তিনি সোশাল মিডিয়ায় ।

গৌরী ও শাহরুখ খান

By

Published : Jul 23, 2019, 9:27 AM IST

Updated : Jul 23, 2019, 1:43 PM IST

মালে : মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেছেন বলিউডের কিং খান । ব্যস্ততার মধ্যেও তিনি তাঁর পরিবার বা ছেলেমেয়েকে সময় দিতে ভোলেন না । সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান শাহরুখ । আর তা ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভোলেন না তিনি ।

মালদ্বীপে তিনি যে মজাদার সময় কাটাচ্ছেন তার ঝলক সোশাল মিডিয়ায় গতকাল শেয়ার করলেন কিং খান । ভিডিয়োতে দেখা যাচ্ছে কালো সোয়েটার পরে ইয়াটে ঘুরছেন তিনি ।

ক্যাপশনে লেখা, "মালদ্বীপ ছেড়ে যেতে খারাপ লাগছে । বিশেষ করে #JumeirahVittaveli-র মানুষগুলোকে ছেড়ে যেতে খারাপ লাগছে । একটা ভালো সময় কাটালাম । ধন্যবাদ । সবাইকে খুব মনে করব ।"

রবিবার গৌরী খান তাঁর তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খানের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন । ক্যাপশনে একটি হার্ট ইমোজির সঙ্গে তিনি লেখেন, "মাই থ্রি লিটল ।"

ছবিতে সুহানা ও আরিয়ান কালো টিশার্টে দেখা গেলেও আব্রামকে নীল টিশার্টে দেখা গেছে ।

কিং খানকে শেষ অনুষ্কা শর্মার বিপরীতে 'জ়িরো'-তে দেখা গেছে । বর্তমানে শাহরুখ ও আরিয়ান 'দা লায়ন কিং'-র হিন্দি ভার্সনে ডাবিং করেছেন । যেখানে শাহরুখ মুফাসার চরিত্রে ও আরিয়ান সিম্বার চরিত্রে ভয়েস দিয়েছেন । ছবিটি 19 জুলাই মুক্তি পেয়েছে ।

Last Updated : Jul 23, 2019, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details